বাংলাদেশের ঘুম কেড়ে নেয়া আইরিশ দিন
প্রথম দু’দিনেই যে পূর্বাভাস ছিল তাতে তৃতীয় দিন সকালের সেশনেই টেস্টটি শেষ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। লাল-সবুজের সমর্থকরাও ছিলেন সেই আশায়। কিন্তু দুর্দান্ত প্রতিরোধের গল্প লিখে খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে লড়াই করল আয়ারল্যান্ড। লরকান টাকার করলেন চোখ ধাঁধানো সেঞ্চুরি। হ্যারি টেক্টর, অ্যান্ডি ম্যাকব্রেইন খেললেন ফিফটি ছাড়ানো দারুণ দুই ইনিংস। সাকিব আল হাসানদের হতাশায় পুড়িয়ে পুরো দিন টিকে গেল...