লাল-সবুজ পতাকায় জামালদের অনুশীলন
২৬ মার্চ ২০২৩, ০৯:৫৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:১১ পিএম

মার্চের ফিফা উইন্ডোতে পূর্ব আফ্রিকার দ্বীপ দেশ সিশেলসের বিপক্ষে দ্বিপাক্ষিক ফুটবল সিরিজ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। গত শনিবার বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা ১-০ গোলে সিশেলসকে হারিয়ে ঘরের মাঠে দীর্ঘ ২৭ মাস পর জয়ের দেখা পেল জামালের দল। এবার পালা দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে সিরিজ জেতা। আগামীকাল বিকালে একই ভেন্যুতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে সিশেলসের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। এ ম্যাচের আগে ফুরফুরে মেজাজের বাংলাদেশ দল গতকাল বিকালে স্বাধীনতা দিবসের উৎসবে একাকার হয়ে ম্যাচ ভেন্যুতে অনুশীলনে নামে।
আগের ম্যাচে জয় পাওয়ার আনন্দ আর স্বাধীনতা দিবসের উৎসব মিলেমিশে একাকার ছিল সিলেট জেলা স্টেডিয়ামে। সাধারণত লাল-সবুজ জার্সি গায়ে নিয়মিত অনুশীলন করে থাকেন ফুটবলাররা। তবে কাল অনুশীলন শুরুর ঠিক আগে বাংলাদেশ দলের সবাই মিলে জাতীয় পতাকা সামনে রেখে ছবি তুলেন। লাল-সবুজের প্রতি শ্রদ্ধা ও ভালবাসায় ভরে গেল জামাল-তপুদের মন। ডিফেন্ডার তপু বর্মণ বলেন, ‘আমরা সবসময় দেশের জন্য খেলে থাকি। লাল-সবুজ পতাকাই আমাদের প্রাণ। আমাদের ভালবাসা, শক্তির প্রেরণা। এই পতাকার জন্যই তো আমরা খেলছি। আজ (গতকাল) মহান স্বাধীনতা দিবস। এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের। যাদের জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।’
পরে মাঠের অনুশীলনে ঘাম ঝরান জাতীয় দলের সব ফুটবলার। বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা কয়েকটি গ্রুপে বিভক্ত করে দলকে অনুশীলন করান। প্রথম ম্যাচে জয় পেলেও সমর্থকদের মন ভরাতে পারেননি জামাল-তপুরা। তাই তো পরের ম্যাচ আরও গোছালো ফুটবল খেলতে চান তপু, ‘আসলে সবাইকে দায়িত্ব নিতে হবে। বিশেষ করে সামনে দিকে যারা আছেন, খেলছেন। আশা করছি পরের ম্যাচে আমরা একাধিক গোল পাবো। ম্যাচ জিতেই মাঠ ছাড়তে পারবো। সবাই মিলে টিম বাংলাদেশ হয়ে খেললে বড় জয় পাওয়া কঠিন কিছু নয়।’ সিশেলস এদিন অনুশীলন করেনি। আজ বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ও সিলেট বিকেএসপির মাঠে সিশেলস শেষ মুহূর্তের অনুশীলন সারবে।
এদিকে বরাবরের মতো স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাবেক তারকা ফুটবলারদের নিয়ে এক প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মতিঝিলস্থ বাফুফে ভবন সংলগ্ন কৃত্রিম মাঠে সাবেক ফুটবলাররা লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেন এ ম্যাচটি। সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রতিবারের মতো স্বাধীনতা দিবসের ক্রিকেট ম্যাচটি হয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

স্পেনের প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ইয়ামাল

গণঅধিকার পরিষদের ব্রাহ্মণবাড়িয়া কমিটি গঠন

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ তথ্য উপদেষ্টার

করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করার দাবি

শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলামের ১৬৩ ব্যাংক হিসাবে ৬ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি আমদানিসহ ক্রয় কমিটিতে ৭ প্রস্তাব অনুমোদন

আদালত চলতো হাসিনার নির্দেশে, মামলার রায় আসতো গণভবন থেকে: নুর

সার্টিফিকেট ইস্যু না করায় রিট জুলাই-আগস্ট অভ্যুত্থানকেন্দ্রিক প্রথম চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’

দোহারের কিশোরীকে ধর্ষণের পর হত্যা: আসামি জিয়াউর রহমানের মৃত্যুদণ্ড

কক্সবাজার শহরে উচ্ছেদের মুখে আতঙ্কগ্রস্থ হাজারো নারী-পুরুষ ঘরবাড়ি ও জমি রক্ষায় মানববন্ধন

কর্পোরেট জবাবদিহিতা ও পরিবেশগত ন্যায়বিচারের আহ্বান পরিবেশ উপদেষ্টার

মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে তীব্র নিন্দা বাংলাদেশের

বাংলাদেশে ট্রান্সন্যাশনাল এডুকেশন নিয়ে ব্রিটিশ কাউন্সিলের গবেষণা প্রতিবেদন প্রকাশ

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪১৩

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে

জ্বালানি সচিব-তিতাসের এমডিকে আদালত অবমাননার নোটিশ

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র!

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৫৪৯৪৫ টাকা

ঢাবিতে ছাত্রদলের উদ্যোগে তিন দিনব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আনোয়ারায় ছুরিকাঘাতে যুবক নিহত-জড়িতদের বসতঘরে জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা