লাল-সবুজ পতাকায় জামালদের অনুশীলন
২৬ মার্চ ২০২৩, ০৯:৫৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:১১ পিএম
মার্চের ফিফা উইন্ডোতে পূর্ব আফ্রিকার দ্বীপ দেশ সিশেলসের বিপক্ষে দ্বিপাক্ষিক ফুটবল সিরিজ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। গত শনিবার বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা ১-০ গোলে সিশেলসকে হারিয়ে ঘরের মাঠে দীর্ঘ ২৭ মাস পর জয়ের দেখা পেল জামালের দল। এবার পালা দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে সিরিজ জেতা। আগামীকাল বিকালে একই ভেন্যুতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে সিশেলসের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। এ ম্যাচের আগে ফুরফুরে মেজাজের বাংলাদেশ দল গতকাল বিকালে স্বাধীনতা দিবসের উৎসবে একাকার হয়ে ম্যাচ ভেন্যুতে অনুশীলনে নামে।
আগের ম্যাচে জয় পাওয়ার আনন্দ আর স্বাধীনতা দিবসের উৎসব মিলেমিশে একাকার ছিল সিলেট জেলা স্টেডিয়ামে। সাধারণত লাল-সবুজ জার্সি গায়ে নিয়মিত অনুশীলন করে থাকেন ফুটবলাররা। তবে কাল অনুশীলন শুরুর ঠিক আগে বাংলাদেশ দলের সবাই মিলে জাতীয় পতাকা সামনে রেখে ছবি তুলেন। লাল-সবুজের প্রতি শ্রদ্ধা ও ভালবাসায় ভরে গেল জামাল-তপুদের মন। ডিফেন্ডার তপু বর্মণ বলেন, ‘আমরা সবসময় দেশের জন্য খেলে থাকি। লাল-সবুজ পতাকাই আমাদের প্রাণ। আমাদের ভালবাসা, শক্তির প্রেরণা। এই পতাকার জন্যই তো আমরা খেলছি। আজ (গতকাল) মহান স্বাধীনতা দিবস। এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের। যাদের জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।’
পরে মাঠের অনুশীলনে ঘাম ঝরান জাতীয় দলের সব ফুটবলার। বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা কয়েকটি গ্রুপে বিভক্ত করে দলকে অনুশীলন করান। প্রথম ম্যাচে জয় পেলেও সমর্থকদের মন ভরাতে পারেননি জামাল-তপুরা। তাই তো পরের ম্যাচ আরও গোছালো ফুটবল খেলতে চান তপু, ‘আসলে সবাইকে দায়িত্ব নিতে হবে। বিশেষ করে সামনে দিকে যারা আছেন, খেলছেন। আশা করছি পরের ম্যাচে আমরা একাধিক গোল পাবো। ম্যাচ জিতেই মাঠ ছাড়তে পারবো। সবাই মিলে টিম বাংলাদেশ হয়ে খেললে বড় জয় পাওয়া কঠিন কিছু নয়।’ সিশেলস এদিন অনুশীলন করেনি। আজ বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ও সিলেট বিকেএসপির মাঠে সিশেলস শেষ মুহূর্তের অনুশীলন সারবে।
এদিকে বরাবরের মতো স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাবেক তারকা ফুটবলারদের নিয়ে এক প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মতিঝিলস্থ বাফুফে ভবন সংলগ্ন কৃত্রিম মাঠে সাবেক ফুটবলাররা লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেন এ ম্যাচটি। সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রতিবারের মতো স্বাধীনতা দিবসের ক্রিকেট ম্যাচটি হয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান