এবার বাফুফেকে সহযোগিতার আশ্বাস দিলেন পাপন

Daily Inqilab অনলাইন ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪, ১২:০৮ এএম

 

 

নতুন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন আগেরদিন বসেছিলেন সাত ফেডারেশন ও মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে। এবার তিনি বসলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও হকি ফেডারেশন কর্তাদের সঙ্গে। বুধবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বাফুফের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন পাপন। প্রায় ৩ ঘণ্টার এই আলোচনা শেষে বাফুফের নানা সমস্যা ও সম্ভাবনার কথা শুনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন নতুন ক্রীড়া মন্ত্রী। পাপনের সঙ্গে সাক্ষাতের পর বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী নিজেদের চাওয়া-পাওয়া নিয়ে বলেন,‘নতুন মন্ত্রী আমাদের ক্রীড়াঙ্গনের মানুষ। আমাদের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে তার। তিনি আমাদের সমস্যাগুলো শুনেছেন। এই মুহূর্তে মূল সমস্যা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ, এটা যত দ্রুত শেষ করা যায় ততই ভালো। এখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ অনেক খেলা হয়ে থাকে। অনেক দিন হলো এই স্টেডিয়ামে খেলা হচ্ছে না। এছাড়া শুধু ফুটবলের জন্য আলাদা স্টেডিয়াম চেয়েছি। যেসব জেলায় খেলাগুলো হয়, সেখানে ডিএফএ যেন মাঠ পায়। লিগ যেন চালাতে পারে। মন্ত্রী মহোদয় ব্যবস্থা নেবেন বলে আমাদের জানিয়েছেন।

সারা বছর ফুটবল চালাতে অনেক অর্থ ব্যয় হয়। ফিফা এবং এএফসি সেই খরচের বড় অংশটা দিলেও বাকি টাকা আসে স্পন্সরের মাধ্যমে। ক্রীড়ামন্ত্রীর কাছে অর্থনৈতিক বিষয়টিও তুলে ধরা হয়েছে। এ ব্যাপারে সালাম মুর্শেদী বলেন, ‘ফিফা থেকে যে টাকা পাই, তা খাতওয়ারি খরচ হয়। স্পন্সরের সীমাবদ্ধতা আছে। মন্ত্রণালয় থেকে সাপোর্ট চেয়েছি। দেশের বাইরে খেলতে যেতে হয়। ক্যাম্প খরচসহ অন্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

এদিকে আগামী অক্টোবরে সাফ নারী চ্যাম্পিয়নশিপের খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হচ্ছে না। বিকল্প ভেন্যু হিসেবে বনানীর আর্মি স্টেডিয়াম কিংবা বসুন্ধরা কিংস অ্যারেনা রয়েছে। এ প্রসঙ্গে সালাম মুর্শেদী বলেন, ‘নারী সাফের খেলায় যেন স্বাগতিক হতে পারি, এ ব্যাপারে তিনি (ক্রীড়ামন্ত্রী) সহযোগিতা করবেন। চারটা মাঠ হালনাগাদ করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি সমস্যাগুলো জানতে পেরেছেন। বুঝতে পেরেছেন। আমরা অত্যন্ত আশাবাদী। আমাদের চ্যালেঞ্জ বা সংকট যা আছে তা মন্ত্রীর সঙ্গে কথা বলে করতে পারবো।’

ক্রীড়া মন্ত্রীর কাছে আর্থিক সহায়তাও চাওয়া হয়েছে বলে বাফুফের সিনিয়র সহ-সভাপতি জানালেন। তার কথায়, ‘এখন যে টুর্নামেন্ট বা লিগ হচ্ছে, দেশে বা বিদেশে, তাতে কেমন খরচ হয়ে থাকে বা হবে, তার একটা খসড়া হিসাব মন্ত্রীকে দিয়েছি। পরবর্তীতে তিনি ব্যবস্থা করবেন। স্পন্সর যেন পাই সেজন্য সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। সিড মানি যেন দেওয়া হয়। ফিক্সড ডিপোজিট করে যেন চলা যায় তাও মন্ত্রীকে বলেছি আমরা।’ বাফুফে গত অর্থ বছরে সরকারের কাছে ৫০০ কোটি টাকা চেয়েছিল। অর্থ মন্ত্রণালয়ে বাফুফের সেই প্রকল্পতে সাড়া দেয়নি। পুনরায় এই প্রকল্প আজ (বুধবার) উত্থাপন হয়েছিল কিনা? এমন প্রশ্নের উত্তরে বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন,‘এটার বিভিন্ন অংশ আলোচনায় এসেছে, ডেভলপমেন্টসহ বাইরের খেলাগুলো নিয়ে। ভেন্যু ডেভেলপমেন্টের বিষয়ও ছিল। জেলা, বিভাগকে সাহায্য করা, ক্লাবগুলোকে সাহায্য করাসহ অনেকগুলো পয়েন্ট দিয়েছি। ওটার বিভিন্ন বিষয় আলাদা করে উপস্থাপনা করা হয়েছে। ছেলে ও নারী ফুটবলের দিকও আলাদা করে তুলে ধরা হয়েছে।’

বর্তমানে বাফুফে যেভাবে আছে, সামনের দিকে কোথায় থাকতে চায়, তা আলোচনায় উঠে এসেছে। এর জন্য বাস্তবসম্মত লক্ষ্যও নির্ধারণ করতে বলা হয়েছে। কাজী নাবিল আরও বলেন, ‘উনি (ক্রীড়ামন্ত্রী) বলেছেন টার্গেটটা বাস্তবসম্মত হতে হবে। বর্তমানে এখন কোথায় আছি, পরবর্তী ধাপ কোন জায়গায়? এখন আমরা দক্ষিণ এশিয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় আছি। পরবর্তীতে এশিয়ান পর্যায়ে হওয়া উচিত। বাস্তবসম্মত পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। তারপর আবার সবকিছু নিয়ে তার সঙ্গে বসবো।’

অন্যদিকে হকি ফেডারেশনের পক্ষ থেকে মন্ত্রীকে জানানো হয়েছে আউটডোর হকিতে না হলেও খুব দ্রুত ফাইভ-এ সাইড ইনডোর হকিতে তাদের বিশ্বকাপ খেলা সম্ভব। নাজমুল হাসান পাপন সেটিকে স্বাগত জানিয়েছেন। তার জন্য একটি ইনডোর স্টেডিয়ামের দাবী হকি ফেডারেশনের। মন্ত্রী জানিয়েছেন তিনি এ ব্যপারেও ইতিবাচক। তাছাড়া ঢাকার বাইরে থেকে খেলোয়াড় তুলে আনতে ফরিদপুর, রাজশাহী ও চট্টগ্রামে টার্ফ চেয়েছেন হকি ফেডারেশনের কর্তারা, পাপনও মনে করছেন এটা প্রয়োজন। তার কথায়, ‘এটি আসলেই প্রয়োজন। হকির অবকাঠামো ছাড়া খেলোয়াড় উঠে আসবে কোথা থেকে। আমরা তাই ওদের চাহিদা পূরণের চেষ্টা করব।’

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

অতিক্তি লোক ভিড় করায় মাওলানা মামুনুল হক মুক্তি পাননি

অতিক্তি লোক ভিড় করায় মাওলানা মামুনুল হক মুক্তি পাননি

দুটি মার্কিন ডেস্ট্রয়ারসহ চার জাহাজে হামলা হুতিদের

দুটি মার্কিন ডেস্ট্রয়ারসহ চার জাহাজে হামলা হুতিদের

দক্ষিণাঞ্চলীয় বাহিনীর সদর দফতরে হামলা রাশিয়ার

দক্ষিণাঞ্চলীয় বাহিনীর সদর দফতরে হামলা রাশিয়ার

আমাকে উৎখাতের পর ক্ষমতায় কে?

আমাকে উৎখাতের পর ক্ষমতায় কে?

ফজরের নামাযের দশটি ফযীলত-১

ফজরের নামাযের দশটি ফযীলত-১

সম্রাট হুমায়ুন : উদারনীতির উদ্যান-১

সম্রাট হুমায়ুন : উদারনীতির উদ্যান-১

উচ্চতাপ বজ্র-ঝড় কালবৈশাখী ঘূর্ণিঝড়ের আশঙ্কা এ মাসেই

উচ্চতাপ বজ্র-ঝড় কালবৈশাখী ঘূর্ণিঝড়ের আশঙ্কা এ মাসেই

অবশেষে গ্রেফতার সেই ভয়ঙ্কর প্রতারক মিল্টন সমাদ্দার

অবশেষে গ্রেফতার সেই ভয়ঙ্কর প্রতারক মিল্টন সমাদ্দার

ধরা পড়েনি কিলিং মিশনের ১২ খুনি, অভিযোগ ভুক্তভোগীদের

ধরা পড়েনি কিলিং মিশনের ১২ খুনি, অভিযোগ ভুক্তভোগীদের

ওসির শেল্টারেই চেয়ারম্যান তপনের নানা অপকর্ম

ওসির শেল্টারেই চেয়ারম্যান তপনের নানা অপকর্ম

জড়িতদের শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ আজ

জড়িতদের শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ আজ

৭ জানুয়ারির নির্বাচন ’৭৫ সালের পর দেশে অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচন -ওবায়দুল কাদের

৭ জানুয়ারির নির্বাচন ’৭৫ সালের পর দেশে অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচন -ওবায়দুল কাদের

বাংলাদেশ ও ভারতের দুই সচিবের দ্বিপক্ষীয় বৈঠক

বাংলাদেশ ও ভারতের দুই সচিবের দ্বিপক্ষীয় বৈঠক

কাউকে ছাড় দেবে না বিএনপি

কাউকে ছাড় দেবে না বিএনপি

ওমরা পালনে সস্ত্রীক সউদী আরব গেছেন মির্জা ফখরুল

ওমরা পালনে সস্ত্রীক সউদী আরব গেছেন মির্জা ফখরুল

শনিবার মাধ্যমিকে রোববার থেকে প্রাথমিকে পাঠদান চলবে

শনিবার মাধ্যমিকে রোববার থেকে প্রাথমিকে পাঠদান চলবে

এপ্রিল মাসে বাংলাদেশের পণ্য রফতানি কমেছে ৪ কোটি ডলার

এপ্রিল মাসে বাংলাদেশের পণ্য রফতানি কমেছে ৪ কোটি ডলার

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার

রাশিয়ার উপগ্রহ-বিরোধী পারমাণবিক অস্ত্র ভয়ঙ্কর হতে পারে : পেন্টাগন

রাশিয়ার উপগ্রহ-বিরোধী পারমাণবিক অস্ত্র ভয়ঙ্কর হতে পারে : পেন্টাগন

শিক্ষা ক্যাম্পাসজুড়ে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ, চলছে গ্রেফতার-উচ্ছেদ

শিক্ষা ক্যাম্পাসজুড়ে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ, চলছে গ্রেফতার-উচ্ছেদ