রোনালদোর অবিশ্বাস্য মিস, আল নাসরের বিদায়
১৩ মার্চ ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ১৩ মার্চ ২০২৪, ১২:০৯ এএম
বরাবরের মতো দুর্দান্ত এক গোল করেছেন, আবার অবিশ্বাস্য এক মিসও করেছেন। শেষ পর্যন্ত গোল করার আনন্দ নয়, গোল মিসের হতাশাই বড় হয়ে ধরা দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। এশিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আল আইনের বিপক্ষে তার দল আল নাসর ৪-৩ গোলে জিতেছেও। কিন্তু দুই লেগ মিলিয়ে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-১ গোলে হেরে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে আল নাসর।
সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের কাছে গত ৪ মার্চ প্রথম লেগে ১-০ ব্যবধানে হেরে আসা আল নাসর নিজেদের মাঠে গতপরশু রাতে ৪৫ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে। প্রথমার্ধে যোগ করা সময়ের ৫ মিনিটে আল নাসরের ব্যবধান কমান আবদুরহমান গারিব। ৫১ মিনিটে খালিদ ইসার আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা।
৭২ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্স তেলেসের গোলে ৩-২ গোলে এগিয়ে যায় আল নাসর। দুই লেগ মিলিয়ে তখন ম্যাচে সমতা। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই আর গোল না করতে পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৩ মিনিটে এগিয়ে যায় আল আইন।
আল নাসরের সেমিফাইনালে যাওয়ার আশা যখন ম্লান হয়ে আসছি, দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পান রোনালদো। আল আইনের গোলকিপারের হাত ফসকে আসা বল পোস্ট থেকে ৩ গজ দূরে পেয়ে যান পর্তুগিজ ফরোয়ার্ড। কিন্তু আল নাসরের তারকা সেখান থেকে বল মারেন বাইরে। এরপর অবশ্য রোনালদোই ১১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে লড়াইয়ে রাখেন। কিন্তু টাইব্রেকারে নিজের শট থেকে রোনালদো গোল করলেও ব্যর্থ হন ব্রোজোভিচ, তেলেস ও ওতাভিও। অন্যদিকে নিজেদের প্রথম ৩ শট থেকেই গোল করে আল নাসরকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ওঠে আল আইন।
এদিকে, চোটের কারণে দলে ছিলেন না লিওনেল মেসি। দলের কা-ারিকে ছাড়া ইন্টার মায়ামিও পরেনি জিততে। লিগে চতুর্থ ও সব মিলিয়ে পঞ্চম ম্যাচে এসে মৌসুমে তাদের প্রথম হারের তিক্ত স্বাদ দিল মন্ট্রিয়েল। গতপরশু ভেরে মেজর লিগ সকারে ঘরের মাঠে ২-৩ গোলে হেরেছে ইন্টার মায়ামি।
আগে থেকেই এই ম্যাচে মেসির খেলা নিয়ে শঙ্কা ছিল। দলের পক্ষ থেকে কিছু জানানো না হলেও বাতাসে ভেসে বেড়াচ্ছিল আর্জেন্টাইন তারকার সম্ভব্য চোটের বিষয়টি। গণমাধ্যমের খবর ন্যাশভিলের বিপক্ষে ২-২ ড্র হওয়া ম্যাচে হাটুর নিচে চোট পান মেসি। এই ম্যাচে তাই ঝুকি না নিয়ে কাতার বিশ্বকাপের মহাতারকাকে ব্রিশাম দেন কোচ। মৌসুমে প্রথম কোনো ম্যাচ খেলতে না পারা মেসি স্ত্রীকে নিয়ে গ্যালারিতে বসে দলের হারের সাক্ষি হন। ফ্লোরিডার দলটির শুরুর একাদশে ছিলেন না মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ সের্হিও বুসকেতস ও লুইস সুয়ারেসও। বলের দখল ও আক্রমণে মায়ামি এগিয়ে থাকলেও ফিনিশিংয়ে ভুগতে থাকা দল শেষ পর্যন্ত পেরে ওঠেনি। সব মিলিয়ে চার ম্যাচে দুটি জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষেই আছে মায়ামি। এক ম্যাচ কম খেলে সমান ৭ পয়েন্ট করে আছে মন্ট্রিয়েলসহ আরও চার দলের।
বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার ভোরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে শেষ ষোলোর ফিরতি লেগে ঘরের মাঠে ন্যাশভিলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এই ম্যাচে মেসি খেলতে পারবেন কিনা সেইটাই এখন মায়ামি সমর্থকদের বড় প্রশ্ন। প্রথম লেগে দুই গোলে পিছিয়ে পড়েও মেসি ও সুয়ারেসের গোলে ২-২ ড্র নিয়ে ফিরেছিল মায়ামি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘরের মাঠে আর্সেনালের সহজ জয়
মাহমুদুল্লাহ-রিশাদ নৈপুণ্যে জিতে প্লে অফের বরিশালের এক পা
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী
মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
মাদারীপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
এক বছরে উখিয়া-টেকনাফে ১৯২ জন অপহরণ
‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ দেয়ালে লিখে হত্যার হুমকি