কিংস অ্যারেনাই জামালদের অনুপ্রেরণা
২৬ মার্চ ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৬ মার্চ ২০২৪, ১২:০৭ এএম
২০২৬ ফিফা বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাই পর্বে ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে সউদী আরবে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তারপরও কিছুতেই কিছু হয়নি। গত ২১ মার্চ নিরপক্ষে ভেন্যু কুয়েতে বাংলাদেশ ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে ফিলিস্তিনের কাছে। সেই হারের চার দিন পর আজ ফের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ফিলিস্তিন। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলের মানসিক উদ্দীপনার বড় জায়গা হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা। বেশ কয়েক মাস পর কিংস অ্যারেনায় ফিরতে পেরে সন্তুষ্ট বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ ক্যাবরেরা নিজের সন্তোষ প্রকাশ করে বলেন,‘নিশ্চিতভাবেই আগামীকাল (আজ) আমাদের জন্য বড় একটি দিন। অনেক দিন পর ঘরে ফিরতে পেরে খুবই খুশি আমরা। নিজেদের দর্শকদের সামনে খেলা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি। কিংস অ্যারেনায় আবারও দারুণ আবহ দেখতে চাই, যেখানে আমরা এখনও অপরাজিত।’
জামালরা ঘুরে দাড়াতে প্রস্তুত সেটাও মনে করিয়ে দিলেন স্বাগতিক কোচ,‘এটা বিপর্যয় নয়, আমরা সংখ্যা বিশ্লেষণ করি না, আমরা বিশ্লেষণ করি পারফরম্যান্স, উন্নতি, যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা। এটাই পয়েন্ট। অবশ্যই খেলোয়াড়রা মাঠে থাকে, তারাই পারফর্ম করে, আমি মাঠের বাইরে থাকি। প্রথম লেগের পারফরম্যান্সে ছেলেরাও হতাশ। তবে আবারও বলছি, ছেলেরা ঘুরে দাঁড়াতে প্রস্তুত। আমার কাছে সংখ্যার কিছু করার নেই, পারফরম্যান্সই আসল।’ হোম ম্যাচে ফিলিস্তিনের কাছ থেকে পয়েন্ট নিতে পারলে হবে বড় অর্জন। বাংলাদেশ কোচ সেই প্রত্যাশাই করছেন। তার কথায়,‘দারুণ অভিজ্ঞতা হয়েছে দলের, এখন আমাদের অ্যাডজাস্ট করে নেওয়া এবং পরের ম্যাচের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন, যাতে আমরা সমর্থকদেরকে ভালো কিছু দিতে পারি এবং আশা করি, পয়েন্ট পেতে পারি।’
সংবাদ সম্মেলনে ঘুরে ফিরেই এসেছে আগের ম্যাচের বড় হার। সেই হারেও ইতিবাচক দিক খুজে পেয়েছেন ক্যাবরেরা,‘অনেকের কাছে প্রথম লেগের ফল হতাশাজনক, কিন্তু তার মধ্যে অনেক ইতিবাচক দিক আছে, বিশেষ করে প্রথমার্ধে আমরা উঁচু মানের এবং প্রতিদ্ব›িদ্বতামূলক ফুটবল খেলেছিলাম। বাছাইয়ের এই ধাপে এসে আমরা জানতাম, এটা পেরুনো খুব কঠিন হবে।’
ফিলিস্তিনের আক্রমণভাগ বেশ শক্তিশালী। দাবাঘ হ্যাটট্রিকও করেছেন আগের ম্যাচে। ক্যাবরেরা প্রতিপক্ষ সম্পর্কে বলেন, ‘কুয়েতে অ্যাওয়ে ম্যাচ শুরুর ৪২ মিনিট পর্যন্ত আমরা খুবই প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ফুটবল খেললাম এমন একটা দলের বিপক্ষে যারা সর্বশেষ এশিয়ান কাপের শেষ ষোলতে খেলেছে। প্রতিযোগিতায় পরে চ্যাম্পিয়ন হওয়া কাতারকে ধরাশায়ী করার খুব কাছাকাছি ছিল তারা। দেখা যাক, যে বিষয়গুলো মানিয়ে নেওয়ার দরকার ছিল, সেগুলো করার পর হোম ম্যাচে কি হয়। আমাদের এগিয়ে যেতে হবে। এটা আমাদের জন্য আরও শেখার অভিজ্ঞতা। প্রথম লেগের পর আমাদেরকে এখন আরও ভালো দল হতে হবে। অনেক বেশি ভালো ফুটবল খেললে, ভালো দল হওয়া সম্ভব। আশাকরছি হোম ম্যাচে ছেলেরা নিরাশ করবে না। অসহায় আত্মসমর্পণ নয়, অন্তত লড়াই করবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া