দুই লাল কার্ডের ম্যাচে জিতল মোহামেডান
০৭ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুই লাল কার্ডের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে জিতল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে ১১তম রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সঙ্গে ড্র করে তালিকার সেরা চারেই রইল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
গতকাল রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের ১১তম ম্যাচে মোহামেডান ৩-১ গোলে হারায় শেখ রাসেলকে। বিজয়ী দলের হয়ে মালির ফরোয়ার্ড অধিনায়ক সোলেমান দিয়াবাতে, উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ ও স্থানীয় ফরোয়ার্ড জাফর ইকবাল একটি করে গোল করেন। শেখ রাসেলের পক্ষে একমাত্র গোলটি শোধ দেন সার্বিয়ান ফরোয়ার্ড ভোজিসলাভ বালাবানোভিচ। লিগে প্রথম পর্বে মোহামেডানকে ১-১ ব্যবধানে রুখে দিয়েছিল শেখ রাসেল।
কাল ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়েই লড়ে সাদাকালোরা। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে মোহামেডান প্রথম সুযোগটি পায় ম্যাচের ১১ মিনিটে। এসময় বক্সের বাইরে থেকে মুজাফফরভ বিদ্যুৎ গতিতে দূর পাল্লার শট নিলে লাফিয়ে হাতের স্পর্শে বল মাঠের বাইরে পাঠান রাসেল গোলরক্ষক মিতুল মারমা। এরপর মোহামেডানের ওপর চড়াও হয়ে খেলতে থাকে শেখ রাসেল। তবে একাধিক সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পাচ্ছিলো না তারা। মোহামেডানও পাল্টা আক্রমণে গিয়ে গোল করার চেষ্টা করে। আগে সফল হয় তারাই। ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন সাদাকালোদের দলপতি সোলেমান দিয়াবাতে। এসময় বক্সের বাইরে থেকে এমানুয়েক সানডের গতিময় শট মিতুল মারমা ফিরিয়ে দিলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। ফিরতি বল দিয়াবাতে নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলে পেছন থেকে তাকে ফাউল করে ফেলে দেন ডিফেন্ডার সাগর মিয়া। রেফারি আলমগীর সরকার পেনাল্টির বাঁশি বাজালে দিয়াবাতে দলের পক্ষে প্রথম গোলটি করেন (১-০)। পিছিয়ে পড়ার পর আরও বড় ধাক্কা খায় শেখ রাসেল। মধ্যবিরতিতে যাওয়ার আগেই দলটির কোচ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেখ রাসেল আক্রমণে যাচ্ছিল, অফসাইডের পতাকা তুলেন সহকারি রেফারি। যার প্রতিবাদ জানায় শেখ রাসেলের ডাগ আউটে থাকা কোচ ও খেলোয়াড়রা। এক পর্যায়ে চতুর্থ রেফারির সঙ্গে তর্কে জড়ান শেখ রাসেলের কোচ জুগেসøাভ ট্রেনচকোভিস্কি। যে কারণে এই কোচকে লাল কার্ড দেখান রেফারি। তবে বিরতিতে যাওয়ার আগেই স্বস্তি ফেরে শেখ রাসেল শিবিরে। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+৭মিনিট) বক্সের মধ্যে মেহেদি হাসান মিঠুর হাতে বল লাগলে ফের পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান রাসেলের সার্বিয়ান ফরোয়ার্ড ভোজিসলাভ বালাবানোভিচ (১-১)। এই ব্যবধানের ড্র নিয়েই বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই এগিয়ে যেতে মরিয়া হয়ে আক্রমণ চালায় মোহামেডান। ম্যাচের ৫০ মিনিটে রাসেল গোলরক্ষক মিতুল মারমাকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি দিয়াবাতে। তবে এর ২২ মিনিট পর ঠিকই দ্বিতীয় গোল আদায় করে নেয় সাদাকালোরা। ম্যাচের ৭২ মিনিটে শেখ রাসেলের বক্সের বাইরে থেকে উজবেক মিডফিল্ডার মোজাফফরভ ডান পায়ের বুলেট গতির শটে মিতুল মারমাকে পরাস্ত করলে দৃষ্টিনন্দন এক গোলে ফের এগিয়ে যায় মোহামেডান (২-১)। এর মিনিটে পাঁচেক পর তৃতীয় গোল করে শেখ রাসেলকে ম্যাচ থেকে ছিটকে দেয় সাদাকালোরা। ম্যাচের ৭৭ মিনিটে ডানপ্রান্ত থেকে দারুণ এক ক্রস করেন দিয়াবাতে। বক্সে ফাঁকায় দাঁড়ানো জাফর ইকবাল সেই ক্রস ধরে প্লেসিং করে দেন (৩-১)। ম্যাচের ৮০ মিনিটে আবারও রাসেলের দুর্ভাগ্য হয়ে দেখা দেয় লাল কার্ড। এসময় তাদের গিনির ফরোয়ার্ড সেকু সিল্লা লাল কার্ড দেখেন। নিজেদের ডিফেন্ডার শওকত আলীর মুখে সরাসরি আঘাত করার কারণে রেফারি আলমগীর সরকার সিল্লাকে লাল কার্ড দেখান। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলে শেখ রাসেল। ম্যাচ জিতে ১১ খেলায় ছয় জয় ও পাঁচ ড্রতে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান ধরে রাখলো মোহামেডান। সমান ম্যাচে দুই জয়, পাঁচ ড্র ও চার হারে ১১ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে শেখ রাসেল।
এদিন গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র করে শেখ জামাল। শেখ জামালের সেনেগালের ফরোয়ার্ড আবু তোরে জোড়া গোল করেন। পুলিশের ভেনেজুয়েলার ফরোয়ার্ড মরিলো এবং স্থানীয় ফরোয়ার্ড আল আমিন একটি করে গোল করেন। ১১ ম্যাচ শেষে চারটি করে জয় ও হার এবং তিন ড্রতে ১৫ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানেই রইলো শেখ জামাল। সমান ম্যাচে চার জয়, দুই ড্র ও পাঁচ হারে ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে পুলিশের অবস্থান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ধামরাইয়ে উপজেলা আ' লীগের সাধারণ সম্পাদক কবির গ্রেফতার
আগামীকাল প্রকাশিত হচ্ছে নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল
২০২৫ সালে মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ রেজার 'রিকশা গার্ল' সিনেমা
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
‘পাঠ্যপুস্তক থেকে নোংরা শব্দ বাদ দিতে হবে, শিক্ষা ব্যবস্থাকে অধিকাংশ মানুষের চেতনার আলোকে সাজাতে হবে’
নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত শ্রমিকদল নেতার ৬ দিন পর মৃত্যু
১০ মামলার আসামী সিলেট মহানগর আ‘লীগ নেতা বিজিত গ্রেপ্তার
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি
হিমেলের দুচোখ হারানো মামলা মির্জাপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আল্লাহর একাত্ববাদ কায়েম করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে
কুয়াকাটায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬৭ হাজার জরিমানা
ভ্রমণকারীদের জন্য মেডিকেল ডেবিট কার্ড নিয়ে এল ভিসা ও ব্র্যাক ব্যাংক পিএলসি
সংস্কারবিহীন নির্বাচন দেশে নব্য ফ্যাসিবাদের জন্ম দেবে
নেত্রকোনার পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
আটঘরিয়ায় নারীর মৃতদেহ উদ্ধার
রামপালে ইউপি চেয়ারম্যান নাসির বরখাস্ত
রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান শাখায় অপ্রীতিকর ঘটনা
খুলনা বারের সাবেক সম্পাদক কারাগারে