জমে ক্ষীর প্রিমিয়ার লিগ
০৯ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ০৯ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম
প্রথমার্ধের ছন্নছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড বিরতির পর ঘুরে দাঁড়াল দারুণভাবে। জাগাল জয়ের সম্ভাবনাও। শেষ পর্যন্ত যদিও পারল না তারা। ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা লিভারপুল শেষ দিকে সমতা টেনে একটি পয়েন্ট নিয়ে ফিরল। গতপরশু রাতে ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। লুইস দিয়াসের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা টানেন ব্রæনো ফের্নান্দেস। কবি মেইনুর গোলে এগিয়েও যায় তারা। পরে মোহামেদ সালাহর গোলে হার এড়ায় ইয়ুর্গেন ক্লপের দল।
এই ড্রয়ের ফলে শিরোপাভাগ্যও আর রইল না তাদের হাতে। টেবিলের প্রথম তিন দলের মধ্যে পার্থক্য ফের নেমে এলো ১ পয়েন্টে। ৩১ ম্যাচে ২১ জয় ও ৮ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আর্সেনাল। আর ৭০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। মাত্র ৭ রাউন্ড বাকি, এখনো আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মধ্যে ব্যবধান মাত্র এক পয়েন্টের। যা ইঙ্গিত দিচ্ছে লিগের রোমাঞ্চকর এক সমাপ্তির।
এদিকে, জার্মানির বুন্দেসলিগায় শিরোপার হিসাব-নিকাশ একপ্রকার শেষই বলা যায়। বায়ার লেভারকুসেনের দরকার মাত্র ৩ পয়েন্ট। শীর্ষ পাঁচ লিগের বাকি তিনটি- লা লিগা, সিরি আ আর লিগ আঁ অবশ্য চেনা পথেই হাঁটছে। বোঝাই যাচ্ছে কারা হতে যাচ্ছে চ্যাম্পিয়ন। পুরো সপ্তাহের হালচাল দেখুন এক ঝলকে-
ইন্টারের ৪ জয়ের অপেক্ষা
ইতালিতে ইন্টার মিলানের শিরোপাজয় অনেকটাই নিশ্চিত। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে এখনই ১১ পয়েন্টে এগিয়ে ইন্টার। ম্যাচও খেলেছে একটি কম। আজ পয়েন্ট তালিকার ১৫ নম্বরের দল উদিনেসের বিপক্ষে খেলবে ইন্টার। এই ম্যাচ জিতলে ৩১ রাউন্ড শেষে ইন্টার এগিয়ে যাবে ১৪ পয়েন্টে। সে ক্ষেত্রে লিগে পরের তিন ম্যাচ জিতলেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলবে ইন্টার।
জমে ক্ষীর প্রিমিয়ার লিগ
প্রিমিয়ার লিগের ত্রিমুখী লড়াই আরও জমে উঠেছে। আগের সপ্তাহেও তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি লিভারপুলের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে ছিল। কিন্তু সর্বশেষ ম্যাচে সিটি আর আর্সেনাল জিতলেও লিভারপুল ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে করেছে। এতে ওলট-পালট হয়ে গেছে শীর্ষ তিনে। সিটি এখনো তিনেই আছে, কিন্তু লিভারপুল নেমে গেছে দুইয়ে। আর্সেনাল, লিভারপুল দুই দলেরই পয়েন্ট ৭১ করে। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে উঠেছে আর্সেনাল। এখন শীর্ষ তিন দলের পয়েন্ট ব্যবধান মাত্র এক। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে সহসাই যে এক দল বড় ব্যবধানে এগিয়ে যেতে পারছে না, সেটা এখন পরিষ্কার।
অপেক্ষা বাড়ছে এমবাপ্পেদের
ফরাসি লিগে পিএসজি এগিয়ে আছে প্রথম থেকেই। কিন্তু মৌসুমের দ্বিতীয়ার্ধে এসে একের পর এক ম্যাচে পয়েন্ট খোয়ানোয় আগেভাগে লিগ নিশ্চিত হচ্ছে না কিলিয়ান এমবাপ্পেদের। এ সপ্তাহেই যেমন ক্লেরমঁ সঙ্গে ড্র করেছে ১–১ স্কোরলাইনে। এ নিয়ে লিগে সর্বশেষ ৬ ম্যাচের চারটিতেই ড্র করল পিএসজি। ২৮ রাউন্ড শেষে পিএসজি এখন দ্বিতীয় স্থানে থাকা ব্রেস্তের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে। ৩৮ ম্যাচের লিগ বলে শিরোপা নিশ্চিত করতে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।
অপরিবর্তিত লা লিগা
লা লিগার শীর্ষ তিনটি স্থান এখনো অপরিবর্তিত। মূল কারণ, গত এক সপ্তাহের মধ্যে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা বা জিরোনা কেউই লিগের ম্যাচ খেলতে নামেনি। আর চার নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদ এতো পেছনে যে ম্যাচ খেললেও তৃতীয় স্থানে উঠে আসা কঠিন। এ সপ্তাহে ভিয়ারিয়ালকে হারিয়ে পাঁচ থেকে চারে উঠে এসেছে আতলেতিকো, সম্ভাবনা টিকিয়ে রেখেছে চ্যাম্পিয়নস লিগ খেলার।
লেভারকুসেনের প্রয়োজন ৩ পয়েন্ট
প্রথমবারের মতো বুন্দেসলিগা জিততে বায়ার লেভারকুসেনের আর মাত্র ৩ পয়েন্ট দরকার। মৌসুমের শুরু থেকে অপরাজিত থাকা লেভারকুসেন নিজেদের সর্বশেষ ম্যাচে ইউনিয়ন বার্লিনকে হারিয়েছে ১-০ গোলে। একই দিনে দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিনখ হাইডেনহাইমের কাছে হেরেছে ৩-২ গোলে। শীর্ষ দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান এখন ১৬। বুন্দেসলিগায় এখনো ৬ রাউন্ডের খেলা বাকি। এরমধ্যে মাত্র এক ম্যাচ জিতলেই লেভারকুসেনকে আর ছোঁয়ার সুযোগ থাকবে না বায়ার্নের। যার অর্থ, আগামী ১৪ এপ্রিল ভের্ডার ব্রেমেনের বিপক্ষে জিতলেই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হবে লেভারকুসেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
২০২৮ ইউরো পর্যন্ত জার্মানির কোচ নাগালসম্যান
পাকিস্তানে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা স্থগিত
সাবেক ২৪ এমপি’র গাড়ি নিলামে উঠছে রোববার
মিরপুরের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া
অ্যালাউন্স ছাড়া কোনো ভাতা পাবেন না রেলকর্মীরা
ড. ইউনূসের পরিবার সম্পর্কে ইন্ডিয়া ডটকম-এর প্রতিবেদন মিথ্যা : প্রধান উপদেষ্টার প্রেস উইং
ছাত্রদল নেতা মিথুন রিমান্ডে, ছয় সমর্থক কারাগারে
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিংয়ে ই-পাসপোর্ট সেবা চালু
বিএনপির ‘কথার টোন আ.লীগের সাথে মিলে যাচ্ছে’
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত
বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থন আল গোরের
২০২৪ সালে জলবায়ু সঙ্কটে দেশের সোয়া ৩ কোটি শিশুর শিক্ষা ব্যাহত
মাদারীপুরে মানবপাচারকারীকে গণপিটুনির ভিডিও ভাইরাল
জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা : কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
মোরেলগঞ্জে পল্লী বিদ্যুৎতের মিটার সংকট মিলছে না সংযোগ : গ্রাহকদের ভোগান্তি
রাউজানে জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বাজারে পলিথিন কেন সেটা না ভেবে ভাবুন কেন ব্যবহার করছেন : পরিবেশ উপদেষ্টা
আড়াইহাজারে পুলিশ কনস্টেবলকে আটক করলো জনতা
টিকটকারদের যন্ত্রণায় বিব্রত মেট্রোরেল যাত্রীরা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২