ঢাকা   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১০ আশ্বিন ১৪৩১
বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি আজ

ভুল শুধরে নেবার ম্যাচ জামালদের

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৬ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৬ জুন ২০২৪, ১২:০৩ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের হোম ম্যাচে আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। ‘আই’ গ্রæপের এ ম্যাচটি রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকাল পৌনে ৫টায় শুরু হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের নেই কোনো সুখকর স্মৃতি। বাছাইয়ের ‘আই’ গ্রæপে অস্ট্রেলিয়া শক্তিশালী দল হয়েই নিজেদের দাপট দেখাচ্ছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে সাবেক এশিয়ান চ্যাম্পিয়নরা রয়েছে ২৪তম স্থানে। বাংলাদেশের অবস্থান ১৮৪। র‌্যাঙ্কিংয়ে ব্যবধান অনেক। ১৬০ ধাপ পিছিয়ে অজিদের বিপক্ষে আগে তিনবার মুখোমুখি হয়েছে লাল-সবুজরা। তবে কোনো বারই প্রতিরোধ গড়তে পারেনি। এবারের বাছাই পর্বে সূচনা ম্যাচেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হন জামাল ভূঁইয়ারা। মেলবোর্নের আমি পার্কে গত বছরের ১৬ নভেম্বর স্বাগতিকদের বিপক্ষে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশের হলেও ফুটবলে তারা এশিয়া মহাদেশের হয়েই খেলে। বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে দুইবার অস্ট্রেলিয়ার গ্রæপে পড়েছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়েও অস্ট্রেলিয়ার গ্রæপে ছিল বাংলাদেশ। ২০১৫ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ফুটবল খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। ওই সময় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় বাংলাদেশে এসে খেলতে গড়িমসি করেছিল অজিরা। তবে ফিফার দৃঢ় অবস্থানে ম্যাচের আগেরদিন রাতে ঢাকায় পৌছে রাতেই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন করে তারা। ম্যাচের পরপরই অস্ট্রেলিয়া দল ঢাকা ত্যাগ করে। ওই বছর বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ও ৪-০ গোলে হারতে হয়েছিল বাংলাদেশকে।
এবারের বিশ্বকাপ বাছাইয়ে ‘আই’ গ্রæপে চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে বাংলাদেশের মাত্র ১ পয়েন্ট। তাও লেবাননের বিপক্ষে ড্রয়ে। অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আনুষ্ঠানিকতার মতো। তারা ঢাকায় এসেছে, খেলবে এবং জিতে চলে যাবে- এর বাইরে অজিদের অন্য কিছু নেই। তাই তো ম্যাচের দুই দিন আগে তারা ঢাকায় এসেছে। ম্যাচে মঙ্গলবার ঢাকায় আসার পর সকারুদের একমাত্র অফিসিয়াল ট্রেনিং সেশন করার কথা ছিল গতকাল। কিন্তু বৃষ্টির কারণে সেটাও করতে পারেনি তারা। এ নিয়ে অস্ট্রেলিয়া দলের কোচ-কর্মকর্তাদের তেমন হতাশা নেই। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ট্রেনিং করলেই কী, না করলেই বা কী? তবে বাংলাদেশের জন্য সেটা অনেক কিছু। বিষয়টা এমনও নয় যে, ট্রেনিং করতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া হবে। বাংলাদেশ এ ম্যাচে কিছু লক্ষ্য নিয়ে নামবে। লাল-সবুজের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কাল লক্ষ্যটা পরিস্কারও করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যাবরেরার প্রথম লক্ষ্য- প্রথম ম্যাচের ভুলের পুনরাবৃত্তি যেন না হয়। দ্বিতীয়ত, বাংলাদেশ যে মাঠে আগের চেয়ে উন্নতি করছে সে ধারাবাহিকতা ধরে রাখা এবং তৃতীয়ত, শেষ মিনিট পর্যন্ত লড়াই করা।
চাইলেই সবকিছু অনেক সময় করে ওঠা সম্ভব হয় না। ফুটবল মাঠে তো নয়-ই। অস্ট্রেলিয়া তো বাংলাদেশকে কোমর সোজা করে দাঁড়ানোর সুযোগ দিতে চাইবে না। ঘরের মাঠে ৭-০ গোলের জয়ের কথা মনে করিয়ে দেওয়ার পর অস্ট্রেলিয়ান কোচ পেছনে তাকাতেই চাইলেন না। বলে দিলেন ‘অস্ট্রেলিয়ানরা পেছনে তাকাকে পছন্দ করে না। সেটা অতীত। আগামীকাল নতুন একটা ম্যাচ। নতুন একটা পরিবেশ। গত নভেম্বরে মেলবোর্নে কী হয়েছিল তা মনে করে লাভ কী?’ এটা নিশ্চিত- ফুটবল পাগল দর্শকরা কিংস অ্যারেনার গ্যালারি ভরিয়ে দেবে। গলা ফাটিয়ে রাকিব, তপুদের সমর্থন জানাবে। তা নিয়েও কোনো ভাবনা নেই অতিথি দলের কোচের। বরং গত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটির কথা মনে করিয়ে দিলেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ৪৫ হাজার দর্শকের সামনে খেলা ফুটবলারও যে আছেন এই দলে। আর এখানে তো হাজার পনেরো দর্শক থাকতে পারে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের ৯০ মিনিটের চেয়ে মাঠের বাইরের অনেক কিছু নিয়ে হয়তো বেশি ব্যস্ত অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।
আজ ম্যাচের পরপরই পার্থের ফ্লাইট ধরবে অস্ট্রেলিয়া দল। ঘরের মাঠে ১১ জুন তাদের প্রতিপক্ষ ফিলিস্তিন। যেদিন বাংলাদেশ গ্রæপের শেষ ম্যাচ খেলবে কাতারের দোহায় লেবাননের বিপক্ষে।

 

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বাংলাদেশকে পূর্ণ সমর্থন বাইডেনের

বাংলাদেশকে পূর্ণ সমর্থন বাইডেনের

পাবর্ত্য চট্টগ্রামে দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্প পরিদর্শন সেনা প্রধানের

পাবর্ত্য চট্টগ্রামে দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্প পরিদর্শন সেনা প্রধানের

নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আম্মু তোমাকেও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে

আম্মু তোমাকেও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে

দেশের মাজার রক্ষা করতে হাইকোর্টের নির্দেশ

দেশের মাজার রক্ষা করতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশের অর্থনীতির জন্য চীন খুবই গুরুত্বপূর্ণ: উপদেষ্টা সাখাওয়াত

বাংলাদেশের অর্থনীতির জন্য চীন খুবই গুরুত্বপূর্ণ: উপদেষ্টা সাখাওয়াত

ক্ষোভ বাড়ছে ভারতে

ক্ষোভ বাড়ছে ভারতে

ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ড. ইউনূস

ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ড. ইউনূস

সোনারগাঁওয়ে তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, আহত ৮

সোনারগাঁওয়ে তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, আহত ৮

বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য চায় পবিপ্রবির গ্রাজুয়েটবৃন্দ

বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য চায় পবিপ্রবির গ্রাজুয়েটবৃন্দ

হামজাকে পাওয়ার আরও কাছে বাংলাদেশ

হামজাকে পাওয়ার আরও কাছে বাংলাদেশ

বান্দরবানে জামাতুল আনসারের ৩১ সদস্য কে ৪ মামলায় জামিন

বান্দরবানে জামাতুল আনসারের ৩১ সদস্য কে ৪ মামলায় জামিন

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

সকল অপকর্মে জড়িতদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে -চকরিয়ায় নারী সমাবেশে বক্তারা

সকল অপকর্মে জড়িতদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে -চকরিয়ায় নারী সমাবেশে বক্তারা

সেনা কর্মকর্তা হত্যাকারীদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে

সেনা কর্মকর্তা হত্যাকারীদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে

অবশেষে স্বস্তির বৃষ্টি পঞ্চগড়ে

অবশেষে স্বস্তির বৃষ্টি পঞ্চগড়ে

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: ডিএমপি কমিশনার

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: ডিএমপি কমিশনার

এবার প্রকাশ্যে এলো চবি ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক

এবার প্রকাশ্যে এলো চবি ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক

জাতিসংঘ মহাসচিবের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন ড. ইউনূস

জাতিসংঘ মহাসচিবের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন ড. ইউনূস

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ১ লাখ ৩৫ হাজার টাকা

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ১ লাখ ৩৫ হাজার টাকা