ঢাকা   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১০ আশ্বিন ১৪৩১

অনন্য কীর্তি নিয়েই ইউরোয় রোনালদো

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৩ জুন ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ১৩ জুন ২০২৪, ১২:০৯ এএম

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মুল লড়াই শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচটা জয়ে রাঙ্গালো পর্তুগাল। দলের হয়ে দারুণ দুটি গোল উপহার দিয়েছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সেরা তারকার উজ্জ্বল দিনে দাপুটে জয়ে ইউরোর প্রস্তুতি সারল পর্তুগাল। বর্ণাঢ্য ক্যারিয়ারে বয়স যে কেবলই একটি সংখ্যা তার প্রমাণ আবারও দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঘরের মাঠে মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা। জোয়াও ফেলিক্স দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন রোনালদো। গত সপ্তাহে ফিনল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে মুল একাদশে ছিলেন না রোনালদো। অবশ্য পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলে থাকলেও পুরোটা সময় বেঞ্চে বসে কাটিয়েছেন এই তারকা। যদিও ম্যাচটা ২-১ গোলে হেরেছে পর্তুগাল। মূল প্রতিযোগিতা শুরুর দুই দিন আগে শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে মাঠে নামেন ৩৯ বছর বয়সী তারকা। প্রথমার্ধে একচেটিয়া চাপ ধরে রাখার পর ৫০তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। মাঝমাঠ থেকে রুবেন নেভেসের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সের মধ্য থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান তিনি। ১০ মিনিট পর আরেকটি দারুণ গোলে স্কোরলাইন ৩-০ করেন রোনালদো। বাঁ দিক থেকে দিয়োগো জটার পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে টানা ২১ পঞ্জিকাবর্ষে গোলের কীর্তি গড়লেন রোনালদো। ২০০৩ সালে জাতীয় দলে অভিষেক হলেও পরের বছর পান প্রথম গোলের দেখা। এরপর থেকে গোল করেছেন প্রতি বছর। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড অনেক আগে থেকেই তার, সংখ্যাটা বেড়ে হলো ১৩০।
ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক তারকার ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট গোল হলো ৮৯৫টি। ইতোমধ্যেই ৩৯ বছরে পাঁ দিয়েছেন এই তারকা। এই বয়সে ইউরো খেলতে পারা রোনালদোর কাছে ‘উপহার’ ই বলা যায়। তার বয়সে বেশিরভাগ খেলোয়াড়ই যখন ফুটবলকেই বিদায় বলে দেয়, সেখানে তিনি পর্তুগালের হয়ে আসছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছেন মূল ভরসাদের একজন হয়ে। এই বয়সেও জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারাকে বড় এক উপহার হিসেবে দেখছেন পর্তুগিজ মহাতারকা। জার্মানিতে অনুষ্ঠেয় এবারের ইউরো দিয়ে এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ষষ্ঠবার অংশগ্রহণ করতে যাচ্ছেন তিনি। রেকর্ড ছোঁয়া আসরে খেলতে মুখিয়ে আছেন ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি।
জাতীয় দলের হয়ে রেকর্ড ১৩০টি গোল করা রোনালদো বললেন, এই বয়সে খেলতে পারাকেই অনেক বড় পাওয়া হিসেবে দেখেন তিনি। সেখানে এবারের ইউরো জিততে পারা তো হবে তার জন্য স্বপ্নের মতো, ‘জানি, ফুটবলে আমার খুব বেশি বছর বাকি নেই। বছরের পর বছর ধরে, ৩৫ বছর বয়সের পরও খেলতে পারা একটা উপহার। আমার বয়স ৩৯ এবং প্রতিটি বছরই আমার কাছে নিজেকে উপভোগ করার। জাতীয় দলের হয়ে গোল করা বিশেষ কিছু। জাতীয় দল আমার জীবনের ভালোবাসা, ইউরো জেতা হবে স্বপ্নের মতো।’
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ২০১৬ সালে পেয়েছেন ইউরো জয়ের স্বাদ। ২০০৪ সাল থেকে এই প্রতিযোগিতায় খেলে আসা রোনালদোর কাছে আরেকটি আসরের অংশ হতে পারা বিশেষ অর্জন, ‘জাতীয় দলের হয়ে খেলা আমার কাছে আবেগ ও ভালোবাসা। যেকোনো খেলাই বিশেষ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বিশেষ, এটা আমার ষষ্ঠ আসর হবে, যা একটা রেকর্ডও। ২০০৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যখন আমার অভিষেক হয়েছিল বা আজ খেলছি, অনুভূতি সবসময় গর্ব ও আবেগের ছিল। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।’
মার্তিনেসের কোচিংয়ে এবারের ইউরোর ফেভারিট দলগুলোর একটি মনে করা হচ্ছে পর্তুগালকে। রোনালদোও মনে করছেন, কঠোর পরিশ্রম করে যেতে পারলে ২০১৬ আসরের পুনরাবৃত্তি করা সম্ভব।
জার্মানিতে আগামী শুক্রবার পর্দা উঠবে এবারের ইউরোর। ১৯ জুন চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে পর্তুগাল। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও জর্জিয়া।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পাকিস্তান দলে ফিরলেন ৩৭ বছর বয়সী নোমান

পাকিস্তান দলে ফিরলেন ৩৭ বছর বয়সী নোমান

বদলে গেল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু

বদলে গেল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু

লিগ কাপে সিটি ও চেলসির জয়

লিগ কাপে সিটি ও চেলসির জয়

আনচেলত্তির মাইলফলক ম্যাচ জয়ে রাঙাল রিয়াল

আনচেলত্তির মাইলফলক ম্যাচ জয়ে রাঙাল রিয়াল

৩০ পেরোনোর আগেই ফুটবলকে বিদায় বলে দিলেন জিদানপুত্র

৩০ পেরোনোর আগেই ফুটবলকে বিদায় বলে দিলেন জিদানপুত্র

ব্রুকের সেঞ্চুরিতে অজিদের জয়রথ থামিয়ে টিকে থাকল ইংল্যান্ড

ব্রুকের সেঞ্চুরিতে অজিদের জয়রথ থামিয়ে টিকে থাকল ইংল্যান্ড

বাংলাদেশকে পূর্ণ সমর্থন বাইডেনের

বাংলাদেশকে পূর্ণ সমর্থন বাইডেনের

পাবর্ত্য চট্টগ্রামে দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্প পরিদর্শন সেনা প্রধানের

পাবর্ত্য চট্টগ্রামে দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্প পরিদর্শন সেনা প্রধানের

নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আম্মু তোমাকেও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে

আম্মু তোমাকেও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে

দেশের মাজার রক্ষা করতে হাইকোর্টের নির্দেশ

দেশের মাজার রক্ষা করতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশের অর্থনীতির জন্য চীন খুবই গুরুত্বপূর্ণ: উপদেষ্টা সাখাওয়াত

বাংলাদেশের অর্থনীতির জন্য চীন খুবই গুরুত্বপূর্ণ: উপদেষ্টা সাখাওয়াত

ক্ষোভ বাড়ছে ভারতে

ক্ষোভ বাড়ছে ভারতে

ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ড. ইউনূস

ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ড. ইউনূস

সোনারগাঁওয়ে তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, আহত ৮

সোনারগাঁওয়ে তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, আহত ৮

বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য চায় পবিপ্রবির গ্রাজুয়েটবৃন্দ

বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য চায় পবিপ্রবির গ্রাজুয়েটবৃন্দ

হামজাকে পাওয়ার আরও কাছে বাংলাদেশ

হামজাকে পাওয়ার আরও কাছে বাংলাদেশ

বান্দরবানে জামাতুল আনসারের ৩১ সদস্য কে ৪ মামলায় জামিন

বান্দরবানে জামাতুল আনসারের ৩১ সদস্য কে ৪ মামলায় জামিন

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

সকল অপকর্মে জড়িতদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে -চকরিয়ায় নারী সমাবেশে বক্তারা

সকল অপকর্মে জড়িতদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে -চকরিয়ায় নারী সমাবেশে বক্তারা