ব্রাজিলের ‘কস্ট’রিকা পরীক্ষা
২৪ জুন ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৪ জুন ২০২৪, ১২:০০ এএম
ইউরোর জমজমাট লড়াইয়ের মধ্যেই শুরু হয়ে গেছে লাতিন আমেরিকার ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। এরই মধ্যে মাঠে নেমেছে কোপার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। কানাডাকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে আলবিসেলেস্তেরা। এবার মাঠে নামার অপেক্ষায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপা জিতলেও কোপায় চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনার চেয়ে অনেক পিছিয়ে পেলের উত্তরসুরিরা। ২০১৯ সালে শেষ বার কোপার শিরোপা জিতেছিলো ব্রাজিল। এবার হারানো শিরোপা পুনরুদ্ধারে মাঠে নামবে নয় বারের চ্যাম্পিয়নরা। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাতটায় ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
নেইমার বিহীন এবারের কোপায় রদ্রিগো-ভিনিসিয়াস জুনিয়র আর রাফিনহাদের ওপর আস্থা রাখছেন চোটজর্জর দলটির কোচ দরিভাল জুনিয়র। কোস্টারিকার বিপক্ষের ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে ব্রাজিল দল। তবে এবারের কোপায় ব্রাজিল দলের মুল ভরসা হতে পারেন রদ্রিগো। সম্প্রতি তার হাতে তুলে দেয়া হয়েছে ১০ নম্বর জার্সি। পেলে, জিকো, রোনালদিনহো, রিভালদো হতে শুরু করে হালের নেইমার পর্যন্ত ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে খেলেছেন এই সকল তারকা খেলোয়াড়রা। সেই সকল তারকা খেলোয়াড়দের পাশে নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো। ১০ নম্বর জার্সি পরা নিয়ে রদ্রিগো বলেন, ‘ফুটবলের ইতিহাসের সবচেয়ে দামি জার্সিটি পরা সম্মানের। আমি জানি এটা বিশাল দায়িত্ব এবং আমি এটা গ্রহণ করেছি। আমি জানি যে প্রতিদিন আমাকে আরও ভালো করতে হবে, সারা বিশ্বের চোখ এই জার্সিতে থাকবে। আমি ভালো কাজ চালিয়ে যেতে এবং এই জার্সির সম্মান রাখতে প্রস্তুতি নিচ্ছি।’ ২০১৯ সালের পর থেকে ব্রাজিল দল কোনো শিরোপা জিততে পারেনি। অথচ এ সময়ে অনেক তারকা খেলোয়াড়ই খেলেছেন দলটিতে। তবে এবার দলীয় প্রচেষ্টায় তারা সফল হবেন বলে বিশ্বাস করেন এই তরুণ, ‘আমরা লকার রুমে যেমন বলি, আমরা দায়িত্ব ভাগ করে নিতে যাচ্ছি। দলটি যাতে শক্তিশালী থেকে আরও শক্তিশালী হয় সেজন্য সবাই নিজেদের ভ‚মিকা পালন করবে। শুধুমাত্র এভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি।’
২০১৯ সালের নভেম্বরে জাতীয় দলে অভিষেক হয় রদ্রিগোর। সৌদি আরবে আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। এরপর ব্রাজিলের জার্সি গায়ে ৪৯টি ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড। যেখানে গোল করেছেন ১৭টি। রদ্রিগোর মত ব্রাজিল দলে আরেক সম্ভবনার নাম এন্ড্রিক। ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবলে নিজের সামর্থ্য দেখিয়েছেন এই তরুন ফুটবলার। গত মার্চে প্রীতি ম্যাচে গোল করেছেন ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে। আক্রমণভাগে যে কোনো জায়গায় খেলতে পারেন ব্রাজিলের তরুণ এই তারকা। খেলার সুযোগ না পেলেও দলের ইতিবাচকতা ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রæতি দিয়েছেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রত্যয় জানিয়েছেন, সামনে আসা প্রথম সুযোগ কাজে লাগানোর। এত কিছুর পরও মুল একাদশে খেলার জন্য অপেক্ষায় থাকতে হবে এন্ড্রিকের। তার ওপর আক্রমনভাগে তিন ত্রয়ী ভিনিসিয়াস জুনিয়র-রদ্রিগো আর রাফিনহা রয়েছে দারুন ফর্মে। কোচ দরিভাল জুনিয়রও এই তিনজনকেই মুল একাদশে রাখতে চান। তবে ব্রাজিলের শুরুর একাদশে জায়গা পেতে ধৈর্য্য ধরতে আপত্তি নেই এন্ড্রিকের। এন্দ্রিক বলেন, শুরুর একাদশে জায়গা পেতে ধৈর্য নিয়ে অপেক্ষায় থাকবেন তিনি, ‘কোনো ধাপ এড়িয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সবকিছু তার নিজস্ব সময়েই ঘটবে। সবকিছু ঈশ্বর ও প্রফেসর দরিভাল জুনিয়রের হাতে। তিনি অসাধারণ একজন কোচ।’
এবারের কোপায় ‘ডি’ গ্রুপে আছে ব্রাজিল। কোস্টারিকা ছাড়াও তাদের অপর দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রশ্ন: পবিত্র কুরআন কাদের জন্য সুপারিশ করবে?
অবতরণের আগে ঠিক কী করেছিলেন অভিশপ্ত বিমানের পাইলট?
ইংল্যান্ডে টুখেল অধ্যায় শুরু
আত্মহত্যা ও ইসলাম
দেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে : মির্জা ফখরুল
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
এসএফসি (আর্মি) ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্ত
ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা
আমরা বিনতে আব্দুর রহমান ঃ হাদিসের জগতের এক মহিয়সী নারী
সৈয়দপুরে জমি সংক্রান্ত দ্বন্দ্বে বাড়ীতে হামলা ও লুটপাট থানায় আভিযোগ
খালেদ এবার হাসনাতকে বললেন, মাস্তানি দেখাবেন? পেলেন যে সমুচিত জবাবও
মানিকগঞ্জে পুরস্কার পেলেন পুলিশের তিন ট্রাফিক কর্মকর্তা
রাবির দুই সহকারী প্রক্টরের নিয়োগ ঘিরে বিতর্ক, যোগদান থেকে বিরত
প্রাক্তনদের দুবাই ট্রিপ
আট বছর আইনি লড়াই শেষ করলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
লোক নাট্যদলের (বনানী) নতুন কার্যনির্বাহী পরিষদ
রাবিতে পোষ্য কোটা বিতর্ক: ১ শতাংশ নির্ধারণ, সম্পূর্ণ বাতিলের দাবি শিক্ষার্থীদের
নতুন নাটকে ইরফান-বৃষ্টি
১২ মাসে ১২ গান প্রকাশের রেকর্ড
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কনসার্টের অর্থ প্রদান