চ্যাম্পিয়নের মতোই শুরু সিটির মায়োর্কায় হোঁচট খেলো রিয়াল
২০ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২০ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম
জয় দিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগের টানা পঞ্চম শিরোপা জয়ের মিশন শুরু করলো ম্যানচেস্টার সিটি। রোববার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি চেলসি। দুই অর্ধের দুই গোলে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়েই ফিরেছে পেপ গার্দিওয়ালার দল। সেইসাথে চেলসির নতুন কোচ এনজো মারেস্কার প্রথম লিগ ম্যাচটা শুরু হলো হার দিয়ে। শুরু থেকেই সমানতালে লড়াই করলেও নিজেদের মাঠে ম্যাচ জিততে পারেনি চেলসি। খেলার ১৮ মিনিটে প্রথম গোল আদায় করে নেয় ম্যান সিটি। বার্নার্দো সিলভার পাস ধরে বক্সে ঢুকে দুই ডিফেন্ডার ওয়েসলি ফোফানা ও মার্ক কুকুরেইয়াকে কাটিয়ে বাঁ পায়ের শটে চেলসি গোলকিপার রবার্ট সানচেজকে পরাস্ত করেন ম্যান সিটির নওরেজিয়ান তারকা আরলিং হালান্ড। শুরুতেই গোল হজম করে খেই হারিয়ে ফেলে চেলসি। সুযোগটা কাজে লাগিয়ে গোল বাড়াতে আক্রমনের ধার বাড়ায় ম্যান সিটি। জেরেমি ডোকু ও বার্নার্দো সিলভাকে রুখে দেন চেলসি গোলকিপার। বিরতির ঠিক আগে কোল পালমারের দুর্বল প্রচেষ্টা ফিরিয়ে দেন সিটি গোলকিপার এডারসন। তার হাত ফসকে সামনে আসা বল জালে ঠেলে দেন নিকোলাস জ্যাকসন। কিন্তু ভিএআরে অফসাইডে প্রমাণিত হওয়ায় গোলটি বাতিল হয়। তারপর থেকে সিটি ম্যাচের বেশিরভাগ সময় খেলা নিজেদের নিয়ন্ত্রণে রাখে। হাল্যান্ডের আরো একটি শট ঠেকিয়ে দেন সানচেজ। তবে ম্যান সিটি ঠিকই দ্বিতীয় গোল আদায় করে নেয়। ৮৪ মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে ২০ গজ দূর থেকে জোড়ালো শটে গোল করেন মাতেও কোভাচিচ। বাকি সময় টুকুতে আর চেলসিকে ম্যাচে ফেরার সুযোগ দেননি ম্যানচেস্টার সিটি। গত মৌসুমে দুইবারের মুখোমুখিতে জয় পায়নি কোনো দল।
এদিকে, রিয়াল মাদ্রিদকে উয়েফা সুপার কাপের শিরোপা জেতানোর পর লা লিগার অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারেনি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। রোববার রাতে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে রিয়ালকে রুখে দিয়েছে মায়োর্কা। নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদদের সাথে ১-১ গোলে ড্র করেছে তারা। এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, ভিনিসিয়াস জুনিয়রদের নিয়ে গড়া তারকায় ঠাসা রিয়ালের শুরুটা ভালোই ছিল। গোলও পেয়ে যায় মাত্র ১৩ মিনিটে। স্বদেশী ভিনির ব্যাক হিল থেকে জাল কাঁপান আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মায়োর্কা। গোল শোধে রিয়ালের সীমানায় বেশ কয়েকবার হানা দেয় তারা। বল দখলে আধিপত্য থাকলেও রিয়ালকে চাপে রাখে মায়োর্কার ফরোয়ার্ডরা। প্রথমার্ধে মায়োর্কাকে আটকে রেখে বিরতিতে যায় কার্লো আনচেলত্তির দল। বিরতি থেকে ফিরেই ঘুরে দাড়ায় মায়োর্কা। ৫৩ মিনিটে সমতায় ফেরে দলটি। কর্নার থেকে দারুন এক হেডে দলকে খেলায় ফেরান ভেদাত মুরিকি। সমতায় ফিরে আরো চাঙ্গা হয়ে ওঠে মায়োর্কা। ঘরের মাঠে সমর্থকদের সুবিধা নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরী করেছিলো তারা। কিন্তু রিয়ালের রক্ষণভাগের প্রাচীর ভেদ করতে পারেনি মায়োর্কার ফরোয়ার্ডরা। শেষ দিকে কড়া ট্যাকলের কারনে লালকার্ড পান রিয়ালের ফেরলান্ড মেন্ডি। যদিও তাতে কোনো বিপদ ঘটেনি তাদের। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থেকেছে রিয়াল মাদ্রিদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া