ভারতের সঙ্গে এক যুগের হিসেব মেলাতে চায় অস্ট্রেলিয়া
২০ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২০ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম
ভারতের সঙ্গে ১০ বছরের পুরোনো ‘হিসাব মেটানোর’ অপেক্ষায় নাথান লায়ন। এতে তার বড় একটা শক্তি হতে যাচ্ছে ইংলিশ স্পিনার টম হার্টলির কাছ থেকে পাওয়া তথ্য। বছরের শেষে ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। দুদলের সর্বশেষ চারটি দ্বিপক্ষীয় সিরিজেই জিতেছে ভারত। অস্ট্রেলিয়ার শেষ জয়টি ২০১৪-১৫ মৌসুমে। দেশের মাটিতেও সর্বশেষ দুটি সিরিজই ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। ফলে বর্তমান দলের অনেকেরই ভারতের বিপক্ষে সিরিজ জয়ের কোনো স্মৃতি নেই।
সর্বশেষ ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পায় ভারত। সেবার অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট হয়ে ১-০-তে পিছিয়ে পড়েছিল ভারত। এরপর চোট ও অন্যান্য কারণে প্রায় দ্বিতীয় সারির দল খেলাতে হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ জেতে তারা। এর মধ্যে অস্ট্রেলিয়া গত বছর ওভালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারালেও দ্বিপক্ষীয় সিরিজ জিততে না পারার ক্ষতটা রয়েই গেছে। লায়নও মনে করিয়ে দিয়েছেন সেটি, ‘১০ বছরের অপ‚র্ণ এক হিসাব আসলে। অনেক দিন হয়ে গেছে। আর আমি জানি, এবার বিশেষ করে ঘরের মাঠে এটি বদলাতে আমরা বেশক্ষুধার্ত।’
টেস্ট ইতিহাসের সফলতম অফ স্পিনারের তালিকায় দুইয়ে থাকা লায়ন এরপর যোগ করেছেন, ‘ভুল বুঝবেন না, ভারত সত্যিকারের তারকাঠাসা দল, খুবই কঠিন। তবে এবার ফলটা বদলাতে আমি অনেকক্ষুধার্ত। এবার যাতে ট্রফিটা ফিরে পাই।’ গত কয়েক বছরে নিজেদের পরিবর্তনের কথাও উল্লেখ করেছেন লায়ন, ‘মনে হচ্ছে কয়েক বছর আগের দলের থেকে ভিন্ন একটি দল আমরা। আমরা একটা স্মরণীয় অস্ট্রেলিয়ান ক্রিকেট দল হওয়ার পথে আছি। অবশ্যই আমরা (চ‚ড়ায়) পৌঁছাতে পারিনি। কিন্তু আমরা সেই পথে আছি এবং বেশ ভালো ক্রিকেট খেলছি।’
সে পথে ভারতকে টপকানো নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়ার বড় একটি চ্যালেঞ্জ। লায়ন তাঁদের প্রশংসাও করেছেন। বিশেষ করে বিশ্বমানের খেলোয়াড় খুঁজে পাওয়ার ক্ষেত্রে তাঁদের কৃতিত্ব দিয়েছেন এই ৩৬ বছর বয়সী স্পিনার। এ ক্ষেত্রে যশস্বী জয়সোয়ালের কথা উল্লেখ করেছেন লায়ন। তবে তাঁকে মোকাবিলায় পাওয়া সহায়তার কথাও জানিয়েছেন। লায়ন জানেন, পরের অ্যাশেজে এমন কিছু ইংল্যান্ডের বিপক্ষেও কাজে লাগাতে হতে পারে। তবে আপাতত ভারতকে ঘিরেই পরিকল্পনা তার। হার্টলির সঙ্গে আলোচনা কাজে লাগবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘যে পরিকল্পনার কথা আমরা আলোচনা করেছি, সেগুলো বাস্তবায়িত হলে তো অবশ্যই কাজে লাগবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া