সাঈদ-মুগ্ধদের জন্য এ জয়
২১ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২১ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে লঙ্কান যুবাদের ২-০ গোলে হারায় লাল-সবুজরা। বিজয়ী দলের দুই ফরোয়ার্ড মিরাজুল ইসলাম ও পিয়াস আহমেদ নোভা একটি করে গোল করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত মাসে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধ। যাদের সাহসিকতা ও বীরত্বের গল্প বর্তমানে বাংলাদেশের সর্বত্র উচ্চারিত হচ্ছে। এবার নেপালের মাটিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও শহীদ আবু সাঈদ ও মুগ্ধকে স্মরণ করলেন বাংলাদেশি ফুটবলার। শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে ম্যাচের প্রথমার্ধে গোল করেই সাঈদ-মুগ্ধর নাম সম্বলিত টি-শার্ট গায়ে চাপিয়ে উদযাপন করেন মিরাজুল ইসলাম। গোলের পর উদযাপনের সময় ডাগআউট থেকে একটি টি-শার্ট দেওয়া হয় গোলদাতাকে। জার্সির ওপর সেটি চাপিয়ে উদযাপন করেন মিরাজ। টি-শার্টে লেখা ছিল,‘মুগ্ধ এবং আবু সাঈদ এর মরণে মনে রেখ যুদ্ধ করে দেশ পেয়েছি?’ অবশ্য এমন অভিনব উদযাপনের পর এখন শাস্তির শঙ্কা জেগেছে বাংলাদেশ শিবিরে।
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল স্বাগতিক নেপাল। তাই বাংলাদেশের জন্য সমীকরণ ছিল প্রথম ম্যাচে লঙ্কানদের হারালেই শেষ চার নিশ্চিত হবে। ম্যাচে বাংলাদেশ দল জয় পাওয়ায় টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা। তাতে সেমিফাইনাল নিশ্চিত হয় নেপালেরও।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কখনো শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। তবে ৩ বার রানার্সআপ হয়েছে লাল-সবুজরা। তিনবারই ফাইনালে উঠে একবার নেপাল ও দুইবার ভারতের কাছে হেরেছে বাংলাদেশ দল। এবার অভিজ্ঞ কোচ মারুফুল হকের অধীনে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। কাল লঙ্কানদের বিপক্ষে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলেই সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। তবে এ জয়টা আরও বড় হতে পারতো।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে খেলে বাংলাদেশ বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে। ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় লাল-সবুজরা। এসময় সতীর্থের কাছ থেকে বল পেয়ে বাঁ দিক দিয়ে শ্রীলঙ্কার বক্সে ঢুকে পড়েন রাব্বি হোসেন রাহুল। তাকে বাধা দেওয়ার চেষ্টা করেও পারেননি লঙ্কান ডিফেন্ডার আনসার মুহাম্মদ। বাঁ পায়ে গোলমুখে ক্রস দেন রাহুল। চলন্ত বলে পা লাগিয়ে দলকে এগিয়ে নেন মিরাজুল ইসলাম (১-০)। ম্যাচের ৮৫ মিনিটে ব্যবধান দিগুণ করে বাংলাদেশ। এসময় পিয়াস আহমেদ নোভা গোল করলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
আগামীকাল গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে লাল-সবুজরা। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। ম্যাচটি ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া