এবার বিপিএলে নেই জামাল ভূঁইয়া!
২৪ আগস্ট ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৪, ১২:০১ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নেই জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কারণ নতুন ফুটবল মৌসুমে দল পাননি তিনি! অথচ গত মৌসুমেও জামাল চড়া দামে খেলেছেন ঢাকা আবাহনী লিমিটেডে। কিন্তু বিপিএলের কোনো ক্লাবই এবার ডেনমার্ক প্রবাসী এই মিডফিল্ডারকে নিতে আগ্রহ দেখায়নি। বিশ্বস্ত সুত্রে জানা গেছে, চাহিদা অনুযায়ী পারিশ্রমিক মেলেনি বলে দল পাননি জামাল।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে চলতি মাসের শুরুতে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। আওয়ামী লীগ সরকারের পতনের পরই দুর্বৃত্তদের হামলার শিকার হয় ঢাকা আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ফর্টিজ এফসি। বিপিএলের বেশিরভাগ ক্লাবের কর্মকর্তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তারা বর্তমানে লাপাত্তা। তাই এবারের মৌসুমে দল গড়েনি শেখ জামাল ও শেখ রাসেল ক্রীড়া চক্র। আসন্ন লিগে খেলতে অনীহা থাকার পরও জাতীয় দলের সাবেক তারকা ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি ও সাবেক মিডফিল্ডার মামুনুল ইসলামের বদৌলতে বৃহস্পতিবার দলবদল কার্যক্রমের শেষ দিনে গভীর রাতে শেষ মুহূর্তে দলবদল করেছে চট্টগাম আবাহনী। স্থানীয় ফুটবলারদের নিয়ে ঢাকা আবাহনী আগেই দল গুছিয়ে রেখেছিল। দলবদলের শেষ দিনে আরো কয়েকজনকে নিজেদের তাবুতে ভিড়িয়েছে তারা। তবে বিদেশিবিহীন ঢাকা আবাহনী এবার ফুটবলারদের পারিশ্রমিক কমিয়ে দিয়েছে। এই কম পারিশ্রমিকেই সবাই খেলছেন। জামাল ভূঁইয়া কম পারিশ্রমিকে খেলতে রাজী না হওয়ায় আবাহনী তাকে আর রাখেনি।
ছাত্র-জনতার আন্দোলনে ক্ষতিগ্রস্থ হওয়া আবাহনী স্পন্সরের অভাবে এবার সব বিদেশি খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে। মোট ৩২ জন স্থানীয় খেলোয়াড়ের নিবন্ধন করিয়েছে তারা। এদের মধ্যে ২১ জনের নিবন্ধন আগেই করিয়েছিল আবাহনী। বৃহস্পতিবার রাতে দলবদলের শেষ দিনে এসে মোহাম্মদ ইব্রাহিম, মিরাজ প্রধান, সুমন রেজা, আসাদুল মোল্লা, আমিনুর রহমান সজীবসহ ১১ জনের নিবন্ধন সেরেছে লিগের ছয়বারের চ্যাম্পিয়নরা।
দলবদলের শেষ দিনে বিপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস দলে টেনেছে ডিআর কঙ্গো বংশোদ্ভূত ফরাসি উইঙ্গার জারেড খাসাকে। ২৬ বছর বয়সী খাসা ক্লাব ক্যারিয়ারে অনেকটা সময় কাটিয়েছেন সুইজারল্যান্ডের লিগে। সবশেষ তিনি খেলেছেন ইউক্রেইনের দল কারপাতি লভিভে। তাছাড়া কিংস দলে টেনেছে শেখ জামালের তরুণ ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমকে। কিংস ছেড়ে যাওয়াদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- তৌহিদুল আলম সবুজ, বিপলু আহমেদ, মতিন মিয়া ও ইয়াসিন আরাফাত। সুলেমানে দিয়াবাতে, মুজাফফরভ, ইমানুয়েল সানডে, ইমানুয়েল টনিদেরকে এবার ধরে রেখেছে গত লিগের রানার্সআপ হওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলে যাওয়া শাহরিয়ার ইমন, হাসান মুরাদদের জায়গায় তারা নিয়েছে রিয়াদুল ইসলাম রাফি, রহিম উদ্দিনদের।
এদিকে পেশাদার ফুটবল খেলা ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধূরী। চট্টগ্রাম রাঙ্গুনিয়ার সন্তান নাসির নিজ দল চট্টগ্রাম আবাহনীর হয়েই গত মৌসুমে বিপিএল খেলেন। ২০০৯ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে পেশাদার ফুটবল শুরু করা এই ফুটবলার ২০২৩-২৪ মৌসুমে চট্টগ্রাম আবাহনীর পক্ষে শেষ করলেন নিজ ক্যারিয়ার। দীর্ঘ ১৫ বছর বিপিএলে খেলে অবশেষে থামলেন ৪৪ বছরের নাসির উদ্দিন চৌধুরী। তবে বিপিএল ছাড়লেও ফুটবল ছাড়ছেন না তিনি। এখন থেকে জেলা লিগে তাকে ঠিকই দেখা যাবে। গতকাল এ তথ্য নিজেই দিলেন নাসির।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া