ঘুরে দাঁড়ানোর রাতে নায়ক-মাদুয়েকে-এন্ড্রিক
২৭ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির কাছে দুই গোলে হেরে প্রিমিয়ার লিগ শুরু করেছিল চেলসি। ঘরের মাঠে হারার পর রোববার মৌসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে উলভারহ্যাম্পটনকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে অলবøুজরা। উলভসের মাঠে দুইবার লিড নিয়েও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল তারা। তবে বিরতির পরই অন্যরূপে দেখা গেলো চেলসিকে। ননি মাদুয়েকের হ্যাটট্রিকে উলভসকে ৬-২ গোলে হারালো তারা। ৮ গোলের ম্যাচে দুই অর্ধে চারটি করে গোল হয়। দ্বিতীয় মিনিটে গোল করে এগিয়ে যায় চেলসি। কর্নার থেকে উড়ে আসা বল হেড করে জালে জড়ান নিকোলাস জ্যাকসন। মাদুয়েকের ডানপায়ের শট কিপার সেভ করে কর্নার বানান। কিন্তু শেষ রক্ষা হয়নি। ১৯ মিনিটে এনজো ফার্নান্দেজের বানিয়ে দেওয়া বলে বক্সের ডানপ্রান্ত থেকে নেওয়া মাদুয়েকের নিচু শট রুখে দেন উলভস কিপার। এর কিছুক্ষণ পরই সমতায় ফেরে স্বাগতিকরা। ২৭ মিনিটে ম্যাথিউস কুনহার ডানপায়ের শট জাল কাঁপায়। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে জ্যাকসনের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন কোল পালমার। ৯ মিনিটের ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে গোল করে দলকে আবারো খেলায় ফেরায় জোর্গেন স্ত্রাদ লারসেন। দুইবার এগিয়ে গিয়েও সমতায় থেকে বিরতিতে যেতে হয় চেলসিকে। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই তারা গোলবন্যায় ভাসায় উলভসকে। ১৪ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেন মাদুয়েকে। ২২ বছর বয়সী ইংল্যান্ড ফরোয়ার্ড ৪৯ মিনিটে ৩-২ করেন। পালমারের অ্যাসিস্টে বক্সের ডান দিক থেকে তার বাঁ পায়ের শটে চেলসি লিড নেয়। ৫৮ মিনিটে আবারও তাকে দিয়ে গোল বানিয়ে দেন পালমার। ৬৩ মিনিটে বক্সের সেন্টার থেকে জাল কাঁপিয়ে হ্যাটট্রিক করেন মাদুয়েকে। তিন গোলে এগিয়ে গিয়েও চেলসির ক্ষুধা কমেনি। পেদ্রো নেতোর অ্যাসিস্টে ৮০ মিনিটে বাঁ পায়ের শটে গোলদাতার খাতায় নাম লেখান অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে স্থায়ীভাবে আসা জোয়াও ফেলিক্স। দুই ম্যাচ খেলে কোনও পয়েন্ট পেলো না উলভস। তিন পয়েন্ট নিয়ে সাতে উঠে গেলো চেলসি।
এদিকে, ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শুভ সূচনা করেছিল লিভারপুল। নতুন কোচ আর্নে সøট ঘরের মাঠেও সাফল্য পেয়েছেন। রোববার লিভারপুল অ্যানফিল্ড স্টেডিয়ামে ২-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। লিভারপুল শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ১৩তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে লুইস দিয়াজ উঁচু কোনাকুনি শটে মৌসুমের প্রথম গোল করেন। ব্রেন্টফোর্ড গোল শোধে মরিয়া ছিল। দুই অর্ধে গোলমুখের বেশ কাছ থেকে তাদের দুটি হেড লক্ষ্যভ্রষ্ট হয়। এক গোলে এগিয়ে থেকেও লিভারপুর স্বস্তিতে ছিল না। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলার ২০ মিনিট বাকি থাকতে মোহাম্মদ সালাহ গোল করলে জয় সুনিশ্চিত হয়। ইয়ুর্গেন ক্লপের শূন্যতা পূরণের চ্যালেঞ্জের শুরুটা তাতে বেশ ভালো হলো সøটের। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে তারা। পরের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে ডাচ কোচকে।
এছাড়া, লা লিগায় মায়োর্কার সাথে ড্র দিয়েই নতুন মৌসুম শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় ম্যাচেই নিজেদের মাঠে জয়ের মুখ দেখলো আনচেলত্তির দল। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়ে লা লিগায় তারা প্রথম জয় পেলো রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেললেও গোলের দেখা পায়নি ভিনিসিয়াস-এন্ড্রিকরা। প্রথমার্ধে করা তাদের প্রতিটি আক্রমনই রুখে দিয়েছে ভায়াদোলিদ রক্ষণভাগ। বিরতি থেকে ফিরে গোল পেতে দেরী হয়নি রিয়ালের। খেলার ৫০ মিনিটে গোল করে দলকে ১-০ তে লিড এনে দেন ফেডেরিকো ভালভার্দে। রদ্রিগোর পাসে জোড়ালো শটে ভায়াদোলিদ গোলকিপার কার্ল হেইনকে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। এক গোলে পিছিয়ে পড়ে খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ভায়াদোলিদ। গোল শোধে বেশ কটি আক্রমনও করে তারা। তবে তা গোলে পরিনত করতে পারেনি ভায়াদোলিদের স্ট্রাইকাররা। অন্যদিকে গোল বাড়াতে প্রতিপক্ষকে চেপে ধরে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো আর এমবাপ্পেকে উঠিয়ে নেয় কোচ আনচেলত্তি। বদলি হিসেবে মাঠে নামে লুকা মদ্রিচ, দানি চিবালোস ও এন্ড্রিক। এই তিন ফরোয়ার্ড মাঠে নেমেই খেলার মোড় ঘুরিয়ে দেয়। ৮৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করে নেয় রিয়াল মাদ্রিদ। এডার মিলিতাওয়ের কাছ থেকে পাওয়া বলে গোল করতে ভুল করেননি বদলি ব্রাহিম দিয়াজ। এই গোল হজমের পর হাল ছেড়ে দেয় ভায়াদোলিদ। এই সুযোগে ইনজুরি টাইমে রিয়ালের জয় নিশ্চিত করে দেয় এন্ড্রিক। ব্রাহিম দিয়াজের পাসে রিয়ালের জার্সিতে প্রথম গোল করেন এন্ড্রিক। এই জয়ে দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এদিকে, মৌসুমের প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর দ্বিতীয় ম্যাচে এসেই জয়ের মুখ দেখলো অ্যাটলেটিকো মাদ্রিদ। রোববার রাতে ঘরের মাঠে জিরোনাকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যান্টোনিও গ্রিজম্যানের গোলে প্রথমার্ধে লিড নেয় দিয়েগো সিমিওনির দল। বাকি গোল দুটো আসে বিরতির পর। ৪৮ মিনিটে মার্কোস লরিয়েন্তে এবং খেলা শেষের ইনজুরি সময়ে কোকের গোলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের সমান পয়েন্ট হলেও গোল গড়ে এগিয়ে থেকে টেবিলে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টেস্ট ক্যারিয়ারের রেকর্ডময় ৩৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন স্মিথ
জাহাজে ৭ খুন : লাগাতার কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা
লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ