শিরোপা জিততেই নামবে বাংলাদেশ
২৮ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার লক্ষ্য নিয়েই নেপালের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ যুব দল। টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও সেমিফাইনাল টপকে এখন শিরোপার খুব কাছাকাছিই কোচ মারুফুল হকের শিষ্যরা। আর মাত্র একটি ম্যাচ জিতলেই কাঙ্খিত সাফল্য তুলে নেবে তারা। সব বাধা উতরে বয়সভিত্তিক সাফের ফাইনালে এখন বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার পথে লাল-সবুজদের সামনে বাধা স্বাগতিক নেপাল। এই নেপালের বিপক্ষেই টুর্নামেন্টের ফাইনালে আজ মাঠে নামবে বাংলাদেশ দল। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় বিকাল পৌঁনে ৩ টায় শুরু হবে ম্যাচটি। শিরোপা জিততেই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালের আগে গতকাল এমনটাই জানান লাল-সবুজের অভিজ্ঞ কোচ মারুফুল হক।
তিনবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি বাংলাদেশ দল। ভারতের কাছে দুই ও নেপালের বিপক্ষে একবার ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের যুবাদের। এবার ভারতকে সেমিফাইনাল থেকে বিদায় করে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তৈরি করেছে লাল-সবুজরা। আক্ষেপ ঘোচানোর মিশনে ফাইনালে আজ নেপালকে হারালেই বাংলাদেশের ফুটবলারদের হাতে উঠবে অধরা চ্যাম্পিয়ন ট্রফি। যদিও গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে হেরেছিলেন মিরাজুল ইসলাম-পিয়াস আহমেদ নোভারা। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে জায়গা পেয়েছিল নেপাল। তবে ওই ম্যাচের ভুল শুধরে সেমিফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের যুবারা।
ফাইনালেও শিষ্যদের সেই ধারাবাহিকতা দেখতে চান বাংলাদেশের কোচ মারুফুল হক। কাল তিনি বলেন,‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ফাইনালে খেলবো এবং চ্যাম্পিয়ন হবো। যদিও গ্রুপ পর্বে নেপালের কাছে হেরেছি। এরপর খেলোয়াড়দের নানাভাবে উজ্জীবিত করেছি। তাদের ইচ্ছা ছিল ভালো কিছু করার। ভারতের বিপক্ষে জিতে এখন স্বপ্নের শেষ ধাপে আমরা। নেপালকে হারাতে পারলেই শিরোপা নিয়ে দেশে ফিরতে পারবো।’ মারুফুল যোগ করেন, ‘নেপাল শক্তিশালী দল। তাদের দলে বেশ ক’জন মেধাবী খেলোয়াড় আছে। আশা করি ফাইনাল হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’ নেপালের মাঠকে পয়মন্ত বলেই আখ্যা দেন বাংলাদেশ কোচ, ‘নেপালের মাঠ সব সময় বাংলাদেশের জন্য পয়মন্ত। ফুটবল ৫১ ভাগ প্রস্তুতি ও পরিকল্পনা, বাকি ৪৯ ভাগ ভাগ্য। এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়? তবে আমার আশা ছেলেরা মাঠে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে দেশ জয় উপহার দেবে।’
এদিকে ফাইনালের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ বয়ে এনেছে গোলরক্ষক এবং অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণের ইনজুরি। ফাইনাল ম্যাচে সেরা একাদশে থাকতে পারছেন না তিনি। সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে আঘাত পেয়েছিলেন শ্রাবণ। সেই আঘাত গুরুতর। তাই ফাইনাল ম্যাচ খেলার পরিবর্তে দেশে ফিরতে হচ্ছে তাকে। বাংলাদেশ দলের ম্যানেজার খন্দকার রকিবুল ইসলাম কাঠমান্ডু থেকে শ্রাবণের ইনজুরি সম্পর্কে বলেন,‘শ্রাবণ চোখের নিচে বেশ বড় আঘাতই পেয়েছে। এখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার সার্জারি প্রয়োজন। আমাদের সিদ্ধান্ত সেটা দেশেই করানো। সোমবার রাতে হাসপাতালেই ছিল। টিকিট পেলে ওকে দেশে পাঠিয়ে দেবো। তবে সে এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় ইয়েমেন ও গাজায় ব্যাপক প্রাণহানি
হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন
সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী আসমা
টেস্ট ক্যারিয়ারের রেকর্ডময় ৩৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন স্মিথ
জাহাজে ৭ খুন : লাগাতার কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা
লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি