হালান্ড-রাফিনহার হ্যাটট্রিকের রাত
০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ এএম
দিনে দিনে আরো বেশী ভয়ঙ্কর হয়ে উঠছেন ম্যানচেস্টার সিটির নওরেজিয়ান স্ট্রাইকার আরলিং হালান্ড। মাঠে হালান্ডের উপস্থিতি প্রতিপক্ষের রক্ষণভাগকে বাড়তি চাপে ফেলে দেয়। শনিবার ইংলিশ প্রিমিয়ার আরো একবার আরলিং হালান্ড যাদু দেখলো ম্যান সিটি সমর্থকরা। লন্ডন স্টেডিয়ামে আরলিং হালান্ডের হ্যাটট্রিকে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তার অসাধারণ নৈপুণ্যে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে টানা তৃতীয় জয় তুলে নিল পেপ গার্দিওয়ালার দল। পর পর দুই ম্যাচেই হ্যাটট্রিক করলো ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। আগের ম্যাচে তার হ্যাটট্রিকে ইপচউইচ টাউনকে ৪-১ গোলে হারিয়েছিলো ম্যান সিটি। খেলার ১০ মিনিটেই গোলের খাতা খোলেন আরলিং হালান্ড। তার গোলেই ১-০ তে লিড নেয় ম্যান সিটি। যদিও ১৯ মিনিটে রুবেন দিয়াজের আতœঘাতি গোলে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। এরপর বাকি সময়টা শুধুই আরলিং হালান্ডের। প্রথমার্ধের ৩০ মিনিটে দ্বিতীয় গোলের পর হ্যাটট্রিক পূর্ন করেন খেলার ৮৩ মিনিটে। গত দুই আসরের গোল্ডেন বুট জয়ী হালান্ডের তিন ম্যাচে গোল ৭টি। সিটির জার্সিতে শুরু থেকেই গোলমেশিন হয়ে উঠেছেন তিনি। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০২ ম্যাচে তার গোল হলো ৯৭টি। এরমধ্যে প্রিমিয়ার লিগে ৬৯ ম্যাচে ৭০টি । ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে হলান্ডের হ্যাটট্রিক হয়েছে মোট ২৪টি। তার মধ্যে সিটির জার্সিতে ১১টি। হালান্ডের নৈপুণ্যে তার দল সিটিও দারুণ এক রেকর্ড গড়ল। প্রিমিয়ার লিগের ইতিহাসে এখন দল হিসেবে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিক ম্যানচেস্টার সিটি। এবারই প্রথম নয় টানা দুই ম্যাচে হ্যাটট্রিক তিনি আগেও করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক দুই দফায় করা দ্বিতীয় ফুটবলার তিনি। আগে এই কীর্তি গড়েছিলেন কেবল হ্যারি কেইন। আট হ্যাটট্রিক নিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ হ্যাটট্রিক হালান্ডের। অথচ এখানে তার মাত্র তৃতীয় মৌসুমের শুরু হলো। সব মিলিয়ে সিটির জার্সিতে ১১ হ্যাটট্রিক হয়ে গেল তার। আগের ম্যাচের পরই হালান্ড বলেছিলেন, চোট ও ক্লান্তিমুক্ত থাকতে পারাতেই মৌসুমের শুরুটা এতটা ভালো হয়েছে তার। এই ম্যাচে হ্যাটট্রিকের পর স্কাই স্পোর্টসকে একই কথা বললেন তিনি। “খুব ভালো অনুভব করছি। প্রাণশক্তিতে ভরপুর মনে হচ্ছে। মৌসুম শেষে লম্বা ছুটি পেয়েছিলাম, প্রাক-মৌসুমেও লম্বা প্রস্তুতি নিতে পেরেছি। এখানে আসার পর সবকিছু খুব দ্রæত এগোচ্ছিল। এখন কিছুটা বিশ্রাম পেয়েছে আমার শরীর ও পা। এখন আমি আরও বেশি কিছুর জন্য তৈরি।” টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। একই দিন প্রথম ম্যাচে ব্রাইটনের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করেছে আর্সেনাল। এদিকে, স্প্যানিশ লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে গোল বন্যায় ভাসিয়েছে বার্সেলোনা। শনিবার ঘরের মাঠে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার হ্যাটট্রিকে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৭-০ গোরৈর বড় জয় তুলে নিলো কাতালানরা। দারুণ এক হ্যাটট্রিক উপহার দিলেন রাফিনহা। ক্যারিয়ারে এই প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শতভাগ জয়ের ধারা ধরে রাখল কাতালান দলটি। প্রথমার্ধে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া বার্সেলোনা বিরতির পর জালের দেখা পায় আরও চারবার। রাফিনহার তিনটি ছাড়া একটি করে গোল করেন রবার্তো লেভানদোভস্কি, জুল কুন্দে, দানি ওলমো ও ফেরান তোরেস। ওলমোর দুটি ও লেভানদোভস্কির একটি শট পোস্টে বাধা না পেলে ব্যবধান হতে পারত আরও বড়। আসরে প্রথম চার ম্যাচেই জিতল হান্সি ফ্লিকের দল। আগের তিন ম্যাচেই জিতেছিল ন্য‚নতম ব্যবধানে। এবার পরিপূর্ণ পারফরম্যান্স মেলে ধরে বড় জয় পেল তারা। গোল না পেলেও ম্যাচ জুড়ে দারুণ খেলেন লামিনে ইয়ামাল। দুটি গোলে অবদান রাখেন ১৭ বছর বয়সী এই উইঙ্গার। দলের প্রথম চার ম্যাচেই অন্তত একটি গোল কিংবা অ্যাসিস্ট করলেন তিনি। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ভিয়ারিয়াল। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে ভায়াদোলিদ। জার্মান বুন্দেস লিগায় ভাগ্যের কাছে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেন। দুই গোলে এগিয়ে থেকেও শেস পর্যন্ত ম্যাচ জিততে পারেনি তারা। শনিবার ঘরের মাঠে লিপজিগের কাছে ৩-২ গোলে হেরেছে বায়ার লেভারকুজেন। দুই গোলে এগিয়ে গিয়েও ম্যাচ জিততে পারল না গত আসরের চ্যাম্পিয়নরা। তাদের অপ্রতিরোধ্য পথচলায় ইতি টেনে অসাধারণ জয়ের স্বাদ পেল লিপজিগ। জার্মান লিগে জাবি আলোন্সোর দলের ৩৫ ম্যাচের অপরাজেয় যাত্রা শেষ হয়ে গেল এই পরাজয়ে। বুন্দেসলিগার ৪৬২ দিনের মধ্যে প্রথম ম্যাচ হারল আলোন্সোর দল। গত মৌসুমে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া দলটি সবশেষ হেরেছিল ২০২২-২৩ মৌসুমের শেষ দিনে বোচমের কাছে। এই ম্যাচে হার এড়াতে পারলে অপরাজেয় পথচলায় হামবুর্গকে স্পর্শ করতে পারত লেভারকুজেন। ১৯৮২-৮৩ মৌসুমে টানা ৩৬ ম্যাচ হারেনি হামবুর্গ। বুন্দেসলিগায় টানা ম্যাচ না হারার রেকর্ড গড়তে অবশ্য আরও অনেক দূর যেতে হতো তাদেরকে। পেপ গার্দিওয়ালার বায়ার্ন মিউনিখ ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত অপরাজিত ছিল টানা ৫৩ ম্যাচে। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়া লেভারকুজেন বড় ব্যবধানে হেরে গিয়েছিল উয়েফা কাপের ফাইনালে আটালান্টার কাছে। এবার বুন্দেসলিগার শুরুর দিকে হোঁচট খেল তারা। সেইসাথে লাইপজিগ এই নিয়ে টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকলো।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পদবঞ্চিতদের আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগ, জবি শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় বিবৃতি
টিকেটে ছাড়াই তারকা খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পাবে সিলেটবাসী
ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম মন্ত্রণালয়ের ২ কমিটি গঠন
কনস্টাসকে ধাক্কা দেওয়ার শাস্তি পেলেন কোহলি
আটঘরিয়ায় ফসলী জমিতে চলছে পুকুর খনন আশঙ্কাজনক হারে কমছে জমি
পাইকগাছায় অসুস্থ গরীবদের জন্য জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
কেশবপুর উপজেলা মৎসলীগের সভাপতি ও সুফলাকাঠী ইউনিয়নের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ডিবি পুলিশের হাতে আটক
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষকের প্রান গেল
বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা
মাদারীপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
তারাকান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬
আওয়ামীলীগ লাশের ওপর নৃত্য করে ফ্যাসিস্ট ইতিহাস তৈরি করেছিল : ড. রেজাউল করিম
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নীলফামারী ছাড়লেন আসিফ মাহমুদ
ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফায়ার ফাইটার নয়নের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
কচুয়ার একাধিক মামলার আসামি বাবু দুমকীতে গ্রেফতার
পূর্বাচলের সরকারি প্লটে অনিয়ম: হাসিনা-রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
ধামরাইয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা স্বামী আটক
দৌলতদিয়ায় বয়স্ক যৌনকর্মীদের শীতবস্ত্র ও শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ