বাফুফে নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে ইমরুল
১০ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল কাঙ্খিত নির্বাচনকে সামনে রেখে গত সোমবার তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য মৎস ও প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার একেএম এহসানুর রহমান।
তফসিল অনুয়ায়ী বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে বুধবার। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চার দিন ব্যাপী এই মনোনয়নপত্র বিতরণ শেষ হবে আগামী ১২ অক্টোবর। বিতরণের প্রথম দিন সিনিয়র সহ-সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে চার ও নির্বাহী সদস্য পদে ২০ জনসহ মোট ২৫ প্রার্থী নিজেদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল মনোনয়নপত্র নিতে আসবেন জেনে বুধবার মতিঝিলের বাফুফে ভবনে সংবাদ কর্মীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু শেষ পর্যন্ত তিনি আসেননি। প্রথম দিন সভাপতি পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করলেও প্রতিনিধির মাধ্যমে সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়নপত্র কেনেন বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফের বর্তমান সহ-সভাপতি ইমরুল হাসান। এছাড়া সহ-সভাপতি পদে যশোরস্থ দেশের প্রথম বেসরকারি ফুটবল অ্যাকাডেমি ‘শামস-উল-হুদা ফুটবল একাডেমি’র প্রতিষ্ঠাতা সভাপতি, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ঝিনাইদহের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা মো. নাসের শাহরিয়ার জাহেদী, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কে-স্পোর্টসের স্বত্বাধিকারী ফাহাদ করিম, সাবেক তারকা ফুটবলার মো. ইকবাল হোসেন ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের নব-গঠিত অ্যাডহক কমিটির সদস্য সচিব সাব্বির আহমেদ আরেফ নিজেদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। ইকবাল সহ-সভাপতির পাশাপাশি সদস্য পদেও ফরম সংগ্রহ করেন।
নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- সাখাওয়াৎ হোসেন ভূঁইয়া শাহীন, মো. ইয়াকুব আলী, তাসমিয়া রেজওয়ানা বিন্তি, কামরুল হাসান হিলটন, গোলাম গাউস, জাকির হোসেন চৌধুরী, ইকবাল হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম, এবিএম মঞ্জুরুল আলম দুলাল, মাহফুজা আক্তার কিরণ, হাজী টিপু সুলতান, আ ন ম আমিনুল হক মামুন, ইমতিয়াজ হামিদ সবুজ, সত্যজিৎ দাস রুপু, মানস চন্দ্র দাস ধলু, আমিরুল ইসলাম বাবু, বিজন বড়ুয়া, মাহমুদা খাতুন, আমের খান ও মোহাম্মদ এখলাছ উদ্দিন।
জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম গাউস প্রথমবারের মতো বাফুফের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করে বলেন,‘বিগত নির্বাচনে আমি কাউন্সিলর ছিলাম না। এবার কাউন্সিলর হয়েছি। দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার কাজ করতে নির্বাচনেও অংশ নেব।’ বাফুফের বর্তমান কমিটিতে সদস্য পদে সর্বাধিক ভোট পেয়েছিলেন জাকির হোসেন চৌধুরী। তিনি এবারও প্রতিদ্বন্দ্বিতা করে জয়ের ব্যাপারে আশাবাদী,‘গত চারবছর ফুটবলের জন্য কাজ করেছি। বাফুফের প্রতিটি কাজে সক্রিয় অংশগ্রহণ ছিল আমার। আশা করি সম্মানিত কাউন্সিলররা আমাকে মুল্যায়ন করবেন।’ গত নির্বাচনে কাজী সালাউদ্দিনের প্যানেলে ছিলেন সিরাজগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম হিলটন। ব্যক্তিগতভাবেই মনোনয়ন কিনে জয়ের ব্যপারে আশাবাদী তিনি,‘নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই সবার সঙ্গে যোগাযোগ করছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।’
বাফুফে নির্বাচনে এবার সভাপতি পদের জন্য মনোনয়নপত্রের মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা। সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫ হাজার, সহ-সভাপতি পদে ৫০ হাজার ও সদস্য পদের মনোনয়নপত্রের মূল্য ২৫ হাজার টাকা। মনোনয়নপত্র সংগ্রহ শেষে ১৪ ও ১৫ অক্টোবর তা দাখিল করতে হবে। মনোনয়নপত্র যাচাই বাচাই হবে ১৬ অক্টোবর। এর ওপর আপত্তি থাকলে ৫০ হাজার টাকা ফি দিয়ে ১৭ অক্টোবর আপিল করার সুযোগ রয়েছে। পরদিন হবে শুনানি। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন দেড় দিন সময় দিয়েছে। তা হল ১৯ থেকে ২০ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত। ২০ অক্টোবর বিকালে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ব্যালট নির্ধারণ করবে। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২৬ অক্টোবর সকালে শুরু হবে বাফুফের বার্ষিক সাধারণ সভা। এই সভা শেষে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবার ১৩৩ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন বাফুফের নতুন সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, চার সহ-সভাপতি ও ১৫ নির্বাহী সদস্যসহ ২১টি পদের প্রার্থীরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
২০২৮ ইউরো পর্যন্ত জার্মানির কোচ নাগালসম্যান
পাকিস্তানে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা স্থগিত
সাবেক ২৪ এমপি’র গাড়ি নিলামে উঠছে রোববার
মিরপুরের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া
অ্যালাউন্স ছাড়া কোনো ভাতা পাবেন না রেলকর্মীরা
ড. ইউনূসের পরিবার সম্পর্কে ইন্ডিয়া ডটকম-এর প্রতিবেদন মিথ্যা : প্রধান উপদেষ্টার প্রেস উইং
ছাত্রদল নেতা মিথুন রিমান্ডে, ছয় সমর্থক কারাগারে
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিংয়ে ই-পাসপোর্ট সেবা চালু
বিএনপির ‘কথার টোন আ.লীগের সাথে মিলে যাচ্ছে’
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত
বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থন আল গোরের
২০২৪ সালে জলবায়ু সঙ্কটে দেশের সোয়া ৩ কোটি শিশুর শিক্ষা ব্যাহত
মাদারীপুরে মানবপাচারকারীকে গণপিটুনির ভিডিও ভাইরাল
জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা : কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
মোরেলগঞ্জে পল্লী বিদ্যুৎতের মিটার সংকট মিলছে না সংযোগ : গ্রাহকদের ভোগান্তি
রাউজানে জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বাজারে পলিথিন কেন সেটা না ভেবে ভাবুন কেন ব্যবহার করছেন : পরিবেশ উপদেষ্টা
আড়াইহাজারে পুলিশ কনস্টেবলকে আটক করলো জনতা
টিকটকারদের যন্ত্রণায় বিব্রত মেট্রোরেল যাত্রীরা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২