আজ মাঠে নামছে ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালি
১০ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
গত জুন-জুলাই অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারেনি সাবেক চ্যাম্পিয়ন গ্রিস। ২০০৪ সালের চ্যাম্পিয়নরা ইউরোতে কোয়ালিফাই করতে পারেনি। তবে উয়েফা নেশন্স লিগে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে ভালোভাবেই। নেশন্স লিগের বি ক্যাটাগরির গ্রæপ বিতে টপে থেকেই আজ রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি। এ পর্যন্ত দুই ম্যাচের দু’টিতেই জিতে ইংল্যান্ডের সঙ্গে সমান ৬ পয়েন্ট নিয়ে গোল গড়ে শীর্ষে আছে গ্রিস। তবে শীর্ষে ওঠার লড়াইয়ে এ ম্যাচে ফেভারিট ইংলিশরাই। দীর্ঘদিন পর ফর্মে ফিরেছেন দলের মুল ভরসা জ্যাক গ্রিলিশ। যদিও মাঠের পারফরম্যান্সে গত মৌসুমে তেমন উজ্জ্বল ছিলেন না এই ইংলিশ তারকা। এমনকি ক্লাবে নিয়মিত খেলার সুযোগও পাননি। ফলে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরে ইংল্যান্ড দলে জায়গাও হয়নি তার। ওই আসরে শুরুতে খারাপ খেললেও, পরে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে ওঠেছিল ইংল্যান্ড। ফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় তারা। দলের ওই যাত্রায় অংশ হতে না পেরে সাবেক কোচ গ্যারেথ সাউথগেটের প্রতিও অসন্তোষ জানিয়েছেন ২৯ বছর বয়সী ম্যানচেস্টার সিটি তারকা গ্রিলিশ,‘সত্যি বলতে-আমি কোচের সিদ্ধান্তের সঙ্গে একমত হইনি। মাঠে প্রতিটি পজিশনে একটা ভারসাম্য থাকা উচিত এবং আমি নিজেকে একজন অভিজ্ঞ খেলোয়াড় মনে করি।’ তিনি যোগ করেন,‘এখন পর্যন্ত আমি অনেক কিছু জিতেছি। আপনি যদি জিজ্ঞাসা করেন, আমার কি (ইউরোয়) যাওয়া উচিত ছিল, হ্যাঁ, আমি এখনও তাই মনে করি। তবে, অবশ্যই সেটা হয়নি।’
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৩৮টি ম্যাচ খেলা গ্রিলিশ গত মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র ২০টি ম্যাচ খেলার সুযোগ পান, গোল করেন তিনটি। মূলত অমন পারফরম্যান্সের কারণেই সাউথগেটের ইউরোর দলে জায়গা পাননি গ্রিলিশ। ইউরোর পর সাউথগেট সরে দাঁড়ালে দায়িত্ব পান লি কার্সলি। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে যোগ দিয়ে গত আগস্টে নিজের প্রথম দল ঘোষণাতেই গ্রিলিশকে ডাকেন কার্সলি।
দলে ফিরে উয়েফা নেশন্স লিগে প্রথম ম্যাচেই রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ২-০ ব্যবধানে জয়ে একটি গোল করেন গ্রিলিশ। বিবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে, আস্থা রাখার জন্য নতুন কোচকে ধন্যবাদ জানান গ্রিলিশ। তার কথায়, ‘আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং আমার ওপর আস্থা রাখায় কোচ লি কার্সলিকে ধন্যবাদ। এটা সত্যিই আমার জন্য অনেক কিছু। আমি মনে করি, গত দুই ক্যাম্পে তিনি যেভাবে আমার সঙ্গে কাজ করেছেন, আমার পুরো ক্যারিয়ারে যখন অন্যান্য কোচ আমার ওপর আস্থা রেখেছেন এবং একইভাবে কাজ করেছেন, তা আমাকে অনেক সাহায্য করেছে।’
নেশন্স লিগের অন্য ম্যাচে আজ রাতে ইতালির বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম এবং ইসরাইলের মুখোমুখি হবে ফ্রান্স।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী লাইফ
নেতাকর্মীদের রেখে লক্ষণ সেনের মত পালিয়ে গেছে স্বৈরাচার- সিলেটে ব্যারিস্টার সালাম
অভিনেতা অপূর্বকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার
পুঠিয়ার শিবপুরে স্বামী-স্ত্রী ও শেলিকাসহ একই পরিবারের ৩জন নিহত
বরিশালে সড়ক ও জনপথ অধিদপ্তরের অংশীজন সখভায় প্রধান প্রকৌশলী
দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতিতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস
সংস্কারোত্তর পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন দিতে হবে
‘শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে’
‘রাষ্ট্রের সকল স্তরে ইসলামী সংস্কৃতির অনুশীলন নিশ্চিত করতে হবে’
মেট্রোকে থামিয়ে ফাইনালে রংপুর
৪৩ বছর পর কুয়েতে ভারতের প্রধানমন্ত্রী
আমরা আল্লাহর উপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারতে: দুলু
মন্ত্রিসভায় বড় রদবদল, কানাডায় কি ক্ষমতা ধরে রাখতে পারবেন ট্রুডো?
পাকিস্তান থেকে যেসব পণ্য নিয়ে এবার এলো জাহাজ
ভারতের সেবাদাসী হাসিনাকে পুনর্বাসনে এবার জঙ্গি মিশনে তারা!
মাহফুজকে উপদেষ্টা থেকে বাদ দেওয়া উচিত? যা বললেন ড. জাহেদ
৬ বছরের মধ্যেই চীনের হাতে হাজার পরমাণু বোমা! উদ্বেগ যুক্তরাষ্ট্রের
বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে পুলিশ, এ জন্য আমরা লজ্জিত: আইজিপি
ব্রাহ্মণপাড়ায় পাঁচ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ সোহাগের
কসবায় পাহাড় কাটার অপরাধে ২ জনের অর্থদণ্ড