শিলংয়ে প্রথম দিনের অনুশীলনে হামজা-জামালরা
২২ মার্চ ২০২৫, ০১:২৯ এএম | আপডেট: ২২ মার্চ ২০২৫, ০১:২৯ এএম

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে ম্যাচটি। এ ম্যাচকে সামনে রেখে গতকাল বিকালে শিলংয়ের নেহু ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডে প্রথম দিনের অনুশীলনে ঘাম ঝরান হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। ভারতের স্থানীয় সময় বিকাল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত চলে বাংলাদেশ দলের এই অনুশীলন।
অনুশীলনের জন্য মাঠ পেতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) আলোচনা হয়েছিল আগেই। তারপরও কাল বাাংলাদেশ দলের ম্যানেজার আমের খানকে অনুশীলন মাঠ নিশ্চিত করতে হয়েছে আলোচনা করে। এএফসির নিয়মানুযায়ী ম্যাচের আগের দিন ম্যাচ ভেন্যু শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুশীলন করতে পারবে বাংলাদেশ দল। অনুশীলনের আগে কাল দুপুরে বাংলাদেশ দলের মুসলিম ফুটবলাররা শিলং পুলিশ বাজার মসজিদে জুমার নামাজ আদায় করেন। তবে ভারতে খেলতে গিয়ে লাগেজ বিড়ম্বনায় পড়েন হামজা দেওয়ান চৌধুরীসহ বাংলাদেশের ১৬ ফুটবলার। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রওয়ানা হয়ে কলকাতায় কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর অন্য একটি ফ্লাইটে চড়ে স্থানীয় সময় বিকাল ৪টায় শিলং বিমানবন্দর পৌঁছায় বাংলাদেশ দল। বিমানবন্দর থেকে শিলংয়ের টিম হোটেলে জামাল ভূঁইয়ারা সবাই সুস্থ ও স্বাভাবিকভাবে পৌঁছালেও ১৬ জনের লাগেজ আসেনি নির্দিষ্ট সময়ে। ভারতের এয়ারলাইন্স ইন্ডিগো অবশ্য মধ্যরাতে বাংলাদেশ টিম হোটেলে সেই সকল লাগেজ পৌঁছে দেয়।
বাংলাদেশ ফুটবল দলের হয়ে এটাই প্রথম সফর ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরির। প্রথম সফরেই লাগেজ বিড়ম্বনায় পড়েন তিনি। বাংলাদেশ দল ঢাকা থেকে কলকাতায় পৌঁছানোর পর সেখানে ইমিগ্রেশন শেষ করে ইন্ডিগোর ফ্লাইট ধরে শিলংয়ের উদ্দেশ্যে। শিলং থেকে বাংলাদেশের ম্যানেজার আমের খান বলেন,‘সেই ফ্লাইটে হামজা চৌধুরি, তারিক কাজী, তপু বর্মণসহ আরো ১৩ জনের লাগেজ নির্দিষ্ট সময়ে আসেনি। তবে মধ্যরাতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ আমাদের টিম হোটেলে লাগেজগুলো পৌঁছে দেয়।’
এদিকে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দল গঠন নিয়ে নানা বিতর্ক এখন সবারই জানা। বিশেষ করে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামের সউদী আরবের ক্যাম্প শেষে জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে দেশের ক্রীড়ামোদীরা ক্ষুব্ধ। এ নিয়ে বাংলাদেশের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও ফাহমেদুল পরবর্তীতে নানা কথা বলেছেন। তবে ১৮ বছর বয়সী ইতালি প্রবাসী এই ফুটবলারকে এবার কথা বলতে হলো জাতীয় দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে ঝামেলার গুঞ্জন নিয়ে। কাল নিজের ফেসবুক পেজে এক পোস্টে ফাহমেদুল লিখেন,‘আমি লক্ষ্য করেছি, খেলার মাঠ থেকে কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে সংবাদমাধ্যমে কিছু খবর ছড়িয়ে পড়েছে। দুর্ভাগ্যবশত, বিভিন্ন ধরনের তথ্য ছড়াচ্ছে, যার সবটা সত্য নয়।’
শ্রাবণের ব্যাপারে ফাহমেদুলের বক্তব্য,‘মেহেদী হাসান শ্রাবণ দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি একজন পেশাদার খেলোয়াড়, যিনি সবসময় দলের জন্য তার সেরাটা দিয়েছেন। কোনো খেলোয়াড়ই হুমকির মুখে পড়ার মতো নয়, বিশেষ করে ভক্তদের কাছ থেকে- যারা কিনা তাদের প্রেরণার সবচেয়ে বড় উৎস।’ ভক্তদের প্রতি ফাহমেদুলের অনুরোধ,‘ফুটবল ভক্ত হিসেবে,খেলোয়াড়দের পাশে দাঁড়াানো, তাদের প্রচেষ্টাকে সম্মান করা ও প্রতিটি চ্যালেঞ্জের মুহূর্তে তাদের সমর্থন করা গুরুত্বপূর্ণ। আসুন আমাদের খেলোয়াড়দের নিচে না নামিয়ে বরং উপরে রাখি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ঈদ আসে-ঈদ যায়, স্মৃতিটুকু রয়ে যায়

খালেস নিয়তে আমল করলে প্রতিদান সুনিশ্চিত

ইশার নামাজের সাথে সাথে বিতির নামাজ না পড়া প্রসঙ্গে?

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

কারো চোখ রাঙানী আর মেনে নেয়া হবে না-সারজিস আলম

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার কানাডার অধিনায়ক

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে -আমান উল্লাহ আমান

ফটিকছড়িতে ভাইয়ের হাতে ভাই খুন, লাইফ সাপোর্টে মা

ট্রাম্পকে ৭ লাখ ৪১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডনের হাইকোর্ট

ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ফেসবুক পোস্টে যা বললেন মোদি

শেষ হচ্ছে ম্যান সিটিতে ডে ব্রইনে অধ্যায়

মাগুরায় মাদক ও জুয়া প্রতিরোধে মানববন্ধন

ভিসা প্রক্রিয়া সহজ করতে থাইল্যান্ডকে আহ্বান ড. ইউনূসের

যারা ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা আ.লীগের দোসর

বিমসটেকের আগামী সম্মেলন নিয়ে যে প্রস্তাব দিলেন ড. ইউনূস

ইংল্যান্ড দলে আরেক ধাক্কা

ট্রাম্পকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে চান না বেশিরভাগ আমেরিকান

নাব্যতা হারিয়ে দখলদারদের কবলে পড়ে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক নদী