প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখেও ইতালির বিদায়, সেমিতে জার্মানি
জার্মান মাঠে প্রথমার্ধেই তিন গোল হজমের পরও মোইজে কিনের জোড়া গোলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ইতালি। পরে আরও এক গোল করে স্কোরবোর্ডে আনল সমতা। কিন্তু প্রথম লেগের ফল গড়ে দিল ব্যবধান। ইতালিকে বিদায় করে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে উঠে গেল জার্মানি।
ডর্টমুন্ডে রোববার রাতে শেষ আটের ফিরতি লেগ ৩-৩ ড্রয়ের পর, দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে পরের ধাপে উঠল জার্মানি। প্রথম...