মাঝের ওভারে উইকেট নিতে না পারাকে দুষলেন মিরাজ
২৪৪ রান শারজাহয় জেতার মতোই স্কোর ছিল।তবে বোলরারা যেন এদিন নিজেদের কাজটা ঠিকাঠাক করতে পারলেন না।ধারহীন বোলিংয়ে নিয়মিত তৈরী করতে পারলেন না সুযোগে।আর তাতেই গুরবাজ–আজমতউল্লাহ ওমরজাই জুটি গড়ে দিল ব্যবধান।
ম্যাচ শেষে দলের হারের ব্যাখ্যায় বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন অধিনায়ক মিরাজ। পুরস্কার বিতরণের মঞ্চে এসে ভাঙা ভাঙা ইংরেজিতে মিরাজ যা বললেন তাঁর অর্থ দাঁড়ায়,‘কঠিন ছিল। ছেলেরা ভালো করেছে। রিয়াদ ভাই ও...