ভিনির হ্যাটট্রিক,বেলিংহ্যামের গোলে ফেরার রাতে রিয়ালের জয়
ওসাসুনার বিপক্ষে শনিবার রিয়াল মাদ্রিদ খেলতে নেমছিল মূল একাদশের অনেককে বাইরে রেখেই।রদ্রিগো গোয়েস, এড়ের মিলিতাও, লুকাস ভাসকুয়েজ-কেউই ছিলেন না দলে। এরপরও লস ব্লাংকোরা জিতেছে অনায়াসে।এর মাধ্যমে ভেঙেছে ঘরের মাঠে দুই ম্যাচ হারের হতাশা।
সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে স্বাগতিকরা।রিয়ালের চার গোল তিনটি ভিনিসিয়ুস জুনিয়রের।মৌসুমের প্রথম গোলের দেখা পেয়েছেন ছন্দ খুঁজে ফেরা জুড বেলিংহ্যাম।
জয়ের ধারায় ফিরতে মরিয়া রিয়ালের ...