উয়েফা নেশন্স লিগেও অপ্রতিরোধ্য স্পেন
অপরাজিত থেকেই গত জুলাইয়ে ইউরোপ সেরার মুকুট জিতেছিল স্পেন।দুর্দান্ত সেই ছন্দ উয়েফা নেশনন্স লীগেও ধরে রাখল স্প্যানিশরা।গ্রুপ পর্বে শনিবারও ডেনমার্ককে হারিয়ে অজেয়ই থাকল লামিন ইয়ামালরা।
লিগে শনিবার রাতে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলে ব্যবধান গড়ে দিয়েছেন মার্তিন জুবিমেন্দি।
পুরো ম্যাচে গোলের জন্য ২৫টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে স্পেন। ডেনমার্ক লক্ষ্যে তাদের একমাত্র...