ইয়ামাল নৈপুণ্যে জিরোনাকে উড়িয়ে বার্সার প্রতিশোধ
নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা উপহার দিচ্ছে দারুণ ফুটবল।প্রতি সুন্দর ফুটবলের পসরা লা লিগায় চলতি মৌসুমে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে কাতালান ক্লাবটি। টানা চার জয়ের পর পঞ্চম ম্যাচেও অপ্রতিরোধ্য বার্সা। লামিন ইয়ামালের জোড়া গোলে জিরোনাকে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট দলটি।
জিরোনার মাঠে তাদেরকে ৪-১ গোলে হারিয়েছে বার্সা। ইয়ামালের জোড়া গোলের পাশাপাশি বাকী গোলদুটি করেছেন দানি ওলমো ও পেদ্রি। জিরোনার একমাত্র গোলটি...