এন্দ্রিকের রেকর্ডের ম্যাচে উজ্জল এমবাপেও,জিতল রিয়াল
লা লিগায় বিবর্ণ ফুটবলে পিছিয়ে পড়লেও চ্যাম্পিয়নস লীগ জয় দিয়ে শুভসূচনা করেছে রিয়াল মাদ্রিদ। তবে ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে জয় এত সহজে ধরা দেয়নি স্প্যানিশ জায়ান্টদের।গোলরক্ষক বীরত্বে প্রতিপক্ষের আক্রমণের চাপ সামলে এন্দ্রিক,এমবাপের নৈপুণ্যে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে রিয়াল।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে জার্মান ক্লাব স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রিয়ালের হয়ে একটি করে গোল করেছেন...