বার্সাকে হারিয়েই দিল মোনাকো
নতুন ফরম্যাটের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা ভালো হয়নি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। ম্যাচ শুরুর দশ মিনিটেই এরিক গার্সিয়ার লালকার্ডই শেষ পর্যন্ত ডুবিয়েছে কাতালানদের। বৃহস্পতিবার রাতে ফরাসি প্রতিপক্ষ মোনাকোর কাছে ২-১ গোলে হেরেই এবারের মিশন শুরু করলো হান্সি ফ্লিকের দল। ম্যাচের শুরুতেই জোড়া ধাক্কা- একজন খেলোয়াড় কমে যাওয়ার পর গোল হজম। সেই ধাক্কা সামলে লামিনে ইয়ামালের দারুণ গোলে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিলো...