৩৮ বছর পর প্রথম বিভাগ হকিতে ঊষা
০৯ মার্চ ২০২৩, ১০:১৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪২ পিএম
দীর্ঘ ৩৮ বছর পর প্রথম বিভাগ হকি লিগে খেলবে এক সময়ের তারকা সমৃদ্ধ দল ঊষা ক্রীড়া চক্র। সর্বশেষ ১৯৮৪ সালে প্রথম বিভাগ লিগে খেলে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার বিভাগে উঠেছিল দলটি। কিন্তু ২০১৮ সালে প্রিমিয়ার লিগে না খেলার খেসারত তাদেরকে দিতে হয়েছে প্রথম বিভাগে অবনমনের মাধ্যমে। ওই মৌসুমে প্রিমিয়ার লিগের দলবদলের দিনক্ষণকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতায় আর খেলেনি ঊষা। যার প্রেক্ষিতে প্রথম বিভাগে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল। সেই ঊষা আগামীকাল থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হওয়া গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে কি লক্ষ্য নিয়ে অংশ নেবে? এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সহ-সভাপতি ও ঊষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এবার লিগে অংশ নেব। লিগে যাতে দল ভালো করতে পারে সেজন্য আমরা ভাল মানের বিদেশী আনার চেষ্টা করবো।’ হতাশকন্ঠে তিনি জানান, তিন দশকেরও বেশি সময় পরে ফের প্রথম বিভাগ লিগে খেলছে প্রিমিয়ার লিগের সাবেক বড় দল ঊষা।
আসন্ন গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগকে সামনে রেখে গতকাল বিকালে বাহফের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রশিদ শিকদার ছাড়াও উপস্থিত ছিলেন বাহফের আরেক সহ-সভাপতি জাকি আহমেদ রিপন, সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কোষাধ্যক্ষ ও প্রথম বিভাগ লিগ কমিটির সম্পাদক হাজী মো. হুমায়ুন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রথম বিভাগ লিগে খেলবে ১২টি ক্লাব। এরা হলো- ঊষা ক্রীড়া চক্র, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি, ব্যাচেলর এসসি, কম্বাইন্ড এসসি, রেলওয়ে এসসি, শিশু কিশোর সংঘ, মুক্ত বিহঙ্গ, ফরাশগঞ্জ এসসি, শান্তিনগর এসসি ও রায়েরবাজার এসসি। আগামীকাল শুরু হয়ে প্রায় মাসব্যাপী এই লিগ শেষ হবে ১৩ এপ্রিল। প্রতিদিন দু’টি করে খেলা মাঠে গড়াবে। উদ্বোধনী দিন দুপুর দেড়টায় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের প্রতিপক্ষ রেলওয়ে এসসি। একই ভেন্যুতে বিকাল সাড়ে ৩টায় দ্বিতীয় ম্যাচে ঊষা ক্রীড়া চক্র খেলবে রায়ের বাজার এসসি’র বিপক্ষে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ
রূপালী ব্যাংকের ‘রূপালী ই-ব্যাংক’ অ্যাপ উদ্বোধন
বেলকুচিতে ব্রোকলি চাষে সাফল্য
সালথায় যুবককে ছুরিকাঘাতে হত্যা : তিনজন কারাগারে
তাহসিনের পাশে বিসিবি
তামাক কোম্পানির ফাঁদে পড়ে মাদকে আসক্ত হচ্ছে তরুণ সমাজ; প্রতিরোধে চাই সমন্বিত উদ্যোগ
জিরা চাষে স্বপ্ন দেখছেন গোদাগাড়ীর কৃষকরা
ন্যায়বিচারের স্বার্থে হাসিনাকে ফেরত পাঠাবে ভারত
দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, নতুনভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ: কাহের শামীম
হাতিয়ায় বন্দোবস্তকৃত ভূমি বুঝিয়ে দেওয়ার দাবি
আইসিএমএবি’র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন, সচিব হাসনাইন তৌফিক
শৈশবের ক্লাবে ফিরছেন নেইমার
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
পাকুন্দিয়ায় ব্যবস্থাপত্র ছাড়াই চলছে অ্যান্টিবায়োটিক বিক্রি
পঞ্চগড়ে চার বিচারকের অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
ময়মনসিংহে আস্থা লাইফের ব্যবসায়িক সভা
সেচ স্কিমের ড্রেন ভেঙে ফেলায় ২২ কৃষকের ইরি চাষ অনিশ্চিত
সাতে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ বাংলাদেশের
ভাঙন ঠেকানো কাজে নেই গতি
মুসল্লিদের যাতায়াত-ট্রাফিক ব্যবস্থাপনায় ১৩ নির্দেশনা ডিএমপির