সাফের প্রস্তুতি নিয়ে কাজ শুরু বাফুফের
১০ এপ্রিল ২০২৩, ০৮:১০ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১১ এএম
দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের খেলা ভারতের ব্যাঙ্গালুরুতে শুরু হবে আগামী ২১ জুন। ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ৭ থেকে ৮টি দেশের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। সাফে ভালো ফলাফল করার লক্ষ্যে এখন থেকে প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাফের প্রস্তুতি নিয়ে সোমবার বাফুফের জাতীয় দল কমিটি সভায় বসেছিল। কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপির সভাপতিত্বে এই সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বাফুফে ও সাফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। সভায় সাফ টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জুনের টুর্নামেন্টকে ঘিরে কেমন প্রস্তুতি হওয়া উচিত, তা নিয়ে আলোচনা ও খসড়া সিদ্ধান্ত হয়েছে এই সভায়। জাতীয় দল কমিটি থেকে দিক-নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে চুড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। ঈদুল ফিতরের পর সভা করে জাতীয় দলের প্রস্তুতি নিয়ে চুড়ান্ত সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়া হবে।
সোমবার সভা শেষে জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল বলেন, ‘আজ (সোমবার) জাতীয় দল কমিটির সভায় সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া শেষ ফিফা উইন্ডো নিয়েও আলোচনা হয়েছে। জুনে পরের উইন্ডো নিয়েও আলোচনা হয়েছে। সেসময় আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে। আমরা বিভিন্ন অপশন দেখছি। কোথায় অনুশীলন করা যেতে পারে। কীভাবে করবো? কার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে পারি। ইত্যাদি নিয়ে আলোচনা করেছি আমরা।’
শুধু যে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা হয়েছে তা কিন্তু নয়, সেপ্টেম্বর-অক্টোবরে অন্য সূচিও নিয়েও আলোচনা এগিয়ে রেখেছে জাতীয় দল কমিটি। আগামী ৪ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব এবং ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত হবে এশিয়ান গেমস। পাশাপাশি রয়েছে বিশ্বকাপের বাছাইপর্বও।
এ প্রসঙ্গে কাজী নাবিল বলেন, ‘সেপ্টেম্বর-অক্টোবরে আরও একটি উইন্ডো রয়েছে। অলিম্পিক, ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব ও এশিয়ান কাপের বাছাইপর্ব রয়েছে। এর মধ্যে দুটি ক্লাব এএফসি কাপে খেলবে। সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে যা নির্দেশনা দেওয়া হয়েছে, তা নিয়ে আবারও ঈদের পর আমরা বসবো। তখন চুড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান