সাফের প্রস্তুতি শুরু বাফুফের
১০ এপ্রিল ২০২৩, ১০:০৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩০ পিএম
দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের খেলা ভারতের ব্যাঙ্গালুরুতে শুরু হবে আগামী ২১ জুন। ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ৭ থেকে ৮টি দেশের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। সাফে ভালো ফলাফল করার লক্ষ্যে এখন থেকে প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাফের প্রস্তুতি নিয়ে গতকাল বাফুফের জাতীয় দল কমিটি সভায় বসেছিল। কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপির সভাপতিত্বে এই সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বাফুফে ও সাফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
সভায় সাফ টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জুনের টুর্নামেন্টকে ঘিরে কেমন প্রস্তুতি হওয়া উচিত, তা নিয়ে আলোচনা ও খসড়া সিদ্ধান্ত হয়েছে এই সভায়। জাতীয় দল কমিটি থেকে দিক-নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। ঈদুল ফিতরের পর সভা করে জাতীয় দলের প্রস্তুতি নিয়ে চুড়ান্ত সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়া হবে। সভা শেষে জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল বলেন, ‘আজ (গতকাল) জাতীয় দল কমিটির সভায় সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া শেষ ফিফা উইন্ডো নিয়েও আলোচনা হয়েছে। জুনে পরের উইন্ডো নিয়েও আলোচনা হয়েছে। সেসময় আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে। আমরা বিভিন্ন অপশন দেখছি। কোথায় অনুশীলন করা যেতে পারে। কীভাবে করবো, কার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে পারি- ইত্যাদি নিয়ে আলোচনা করেছি আমরা।’
শুধু যে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়েই নয়, সেপ্টেম্বর-অক্টোবরে অন্য সূচি নিয়েও আলোচনা এগিয়ে রেখেছে জাতীয় দল কমিটি। আগামী ৪ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব এবং ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত হবে এশিয়ান গেমস। পাশাপাশি রয়েছে বিশ্বকাপের বাছাইপর্বও। এ প্রসঙ্গে কাজী নাবিল বলেন, ‘সেপ্টেম্বর-অক্টোবরে আরও একটি উইন্ডো রয়েছে। অলিম্পিক, ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব ও এশিয়ান কাপের বাছাইপর্ব রয়েছে। এর মধ্যে দুটি ক্লাব এএফসি কাপে খেলবে। সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে (গতকাল) যা নির্দেশনা দেওয়া হয়েছে, তা নিয়ে আবারও ঈদের পর আমরা বসবো। তখন চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইজতেমায় বৃহত্তম জুমার নামাজ পড়াবেন যিনি
আহমেদ আল-শারা’র প্রথম ভাষণে ‘একতাবদ্ধ সিরিয়া’র রোডম্যাপ ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের ভরাডুবি
বিশ্ব ইজতেমায় ৭২ দেশের ২১৫০ জন বিদেশি মেহমান
ঐতিহাসিক পদক্ষেপে নিউজিল্যান্ডের পর্বত তারানাকিকে দেওয়া হলো আইনি ব্যক্তিসত্তা
প্লিজ একটু ছেড়ে দেন আমাকেঃ পরীমণি
আম বয়ান চলছে বিশ্ব ইজতেমা
ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষের ঘটনার ব্ল্যাক বক্স উদ্ধার, তদন্ত চলছে
হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের নিহতের খবর নিশ্চিত করল সংগঠনটি
পরশুরামে বেড়িবাঁধ নির্মাণে ফের বাঁধা বিএসএফ
ধ্বংসস্তূপ থেকে আরও ৪২ ফিলিস্তিনির লাশ উদ্ধার, গাজায় মানবিক সংকট চরমে
বাংলাদেশ-পাকিস্তানে সামরিক পদক্ষেপের আহ্বান জানিয়ে মোদিকে চিঠি দিলেন মহানবীকে কটূক্তিকারী সেই পুরোহিত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার
সদরপুরে ইমামের কান্ড!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা কমিটিতে পাবিপ্রবি ছাত্রলীগের ৮ কর্মী
ভর্তির টাকায় প্রমোদ ভ্রমণে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা
হাসপাতালে সাবেক মন্ত্রী নুরুজ্জামানের উপর ডিম নিক্ষেপ
গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসে ঢুকে আ.লীগের হামলা, আহত ৮
ভিআইপি মর্যাদায় সাবেক জনপ্রশাসনমন্ত্রীর রিমান্ড শুনানি!
খুনিদের গ্রেফতারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ