এবার লিগ বর্জনের হুমকি ঊষার!
০৪ মার্চ ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৪ মার্চ ২০২৪, ১২:০৪ এএম
ঘরোয়া হকির সংকটের শেষ নেই। এক সংকট কাটলে আরেকটি এসে দরজায় কড়া নাড়ে। নতুন মৌসুমকে সামনে রেখে বাংলাদেশ হকি ফেডযারেশন (বাহফে) খেলোয়াড় দলবদল কার্যক্রমের দিনক্ষণ ঘোষণা করার পর প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব তা পেছাতে বলেছিল। যদি বাহফে তা না করে তাহলে মেরিনার লিগে খেলবে না, এমন কথাও বলেছিলেন ক্লাবটির কর্মকর্তারা। অবশ্য ফেডারেশন মেরিনারের দাবিতে সাড়া না দিয়ে নির্ধারিত তারিখেই দলবদল কার্যক্রম শুরু এবং শেষ করে। আর এতে ঠিকই অংশ নেয় মতিঝিলের ক্লাবটি। ওই সংকট কাটলেও নতুন সংকট সামনে এসেছে বাহফের। আর তা হলো এবার প্রিমিয়ার লিগ বর্জনের হুমকি দিয়েছে ঊষা ক্রীড়া চক্র। ৬ মার্চের পরিবর্তে ৮ মার্চ লিগ শুরু হলে খেলবে না ঊষা, এমন সিদ্ধান্ত ক্লাব কর্মকর্তাদের। ৮ মার্চের পরিবর্তে এর দুই দিন আগে লিগ শুরুর দাবি জানিয়ে বাহফের সভাপতি ও লিগ কমিটির সম্পাদককে চিঠি দিয়েছে পুরান ঢাকার ক্লাব ঊষা ক্রীড়া চক্র। তথ্যটি গতকাল নিশ্চিত করেন ঊষার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার। যিনি বাহফের অন্যতম সহ-সভাপতি।
উষা ক্রীড়া চক্র ২০১৮ সালে প্রিমিয়ার লিগের দলবদলে অংশগ্রহণ করেনি। প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে প্রথম বিভাগে অবস্থান হয় ক্লাবটির। গত বছর প্রথম বিভাগ চ্যাম্পিয়ন হয়ে এবার প্রিমিয়ারে ফিরে এসেছে তারা। প্রথম বিভাগ থেকে ফিরে আসায় লিগের প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। জানা গেছে, সদ্য সামাপ্ত ক্লাব কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত খেলোয়াড়দের রিকভারির জন্য ছুটি দিয়েছে মেরিনার। ক্লাব কাপে অংশ নেয়া তাদের ভারতীয় খেলোয়াড়রা কালই বাংলাদেশ ছেড়েছেন। চার জনের মধ্যে দুই জন হয়তো লিগ খেলতে পুনরায় বাংলাদেশে আসবেন। লিগ উপলক্ষে নতুন খেলোয়াড়ও আনার পরিকল্পনা রয়েছে মেরিনারের। রশিদ শিকদার বলেন, ‘বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস ক্লাবকে সুবিধা দিতেই প্রিমিয়ার লিগের ফিকশ্চারে পরিবর্তন এনেছে ফেডারেশন। কারণ মেরিনারের বিদেশি খেলোয়াড়রা চলে গেছে। তারা ৭ মার্চ ঢাকায় আসবে। পরদিন খেলা শুরু হবে। এভাবে তো চলতে পারে না। ৮ মার্চ লিগ শুরু হলে আমরা না খেলার সিদ্ধান্ত জানিয়ে ফেডারেশনকে ইতোমধ্যে চিঠি দিয়েছি।’
ক্লাব কাপ টুর্নামেন্ট শেষ হওয়ার তিন দিন পর লিগ শুরু করার সিদ্ধান্ত আগেই ছিল ফেডারেশনের। ২ মার্চ ক্লাব কাপ শেষ হয়েছে। সেই হিসেবে ৬ মার্চ লিগ শুরু হওয়ার কথা। সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ সম্পর্কে লিগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না বলেন, ‘দুইটি ক্লাব ছাড়া (ঢাকা আবাহনী ও ঊষা ক্রীড়া চক্র) বাকি নয় ক্লাব চেয়েছে ৮ মার্চ থেকে লিগ শুরু করতে। সম্পাদক হিসেবে সংখ্যাগরিষ্ঠের মতামতেরই প্রাধান্য দিতে চেয়েঠিছ আমি। এরপরও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। গতকাল (শনিবার) সভাপতি মহোদয় এসেছিলেন ক্লাব কাপের ফাইনালে। উনাকে বিষয়টি অবহিত করার পর তিনি ৮ মার্চ থেকে প্রিমিয়ার লিগ শুরু করার নির্দেশনা দিয়েছেন। এরপরই ফিক্সচার চূড়ান্ত হয়েছে।’ লিগের সূচিতে পরিবর্তন না আনলে লিগ বর্জনের হুমকি দেয়া উষা ক্রীড়া চক্র শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রলীগের বার্তা: ‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে; জয় বাংলা’
আমেরিকার সেকেন্ড লেডি হিসেবে উষা ভ্যান্সের অভিষেক
দাউদকান্দিতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ৫ ডিলারকে জরিমানা
ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে -ব্যারিস্টার অমি
‘প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য 'আই কিউ টেস্ট' তৈরি খুবই গুরুত্বপূর্ণ’
গাজায় যুদ্ধবিরতির পর নিহতদের অবশিষ্টাংশ খুঁজছে পরিবারগুলো
নগরকান্দায় স্ত্রীর কাছে যৌতুক না পেয়ে, শ্যালকের বউ নিয়ে উধাও জার্মান প্রবাসী
৪ ব্যাংক থেকে এস আলম গ্রুপের লুট প্রায় ২ লাখ কোটি টাকা
দাউদকান্দিতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে অন্তত ১৯ জন নিহত, উদ্ধার কাজ চলছে
গণহত্যার আসামী জিয়ার আবেদন ‘অপরিপক্ব’, খারিজ করলেন ট্রাইব্যুনাল
আ’লীগ পাপিষ্ট এক ফ্যাসিস্ট রেজিম তাদের তৃতীয়বার গণহত্যার সুযোগ দেওয়া হবে না
উইন্ডিজকে উড়িয়ে বিশ্বকাপের দুয়ারে বাংলাদেশ
ঝিকরগাছায় বেপোরোয়া মাটিবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ২
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ব্যর্থ
আইনপ্রণেতাদের গ্রেপ্তারের নির্দেশ অস্বীকার করলেন ইউন সুক-ইয়োল
সম্ভাবনাময় ফসল ক্যাপসিকামে কৃষকের ভাগ্য বদলের চেষ্টা
সিলেট জেলা বারের নির্বাচনে বিএনপির ভরাডুবি
নিষিদ্ধ ছাত্র সংগঠনের কার্যক্রমে সহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা নিবে ইবি কর্তৃপক্ষ