পৃষ্ঠপোষক সংকটে কমনওয়েলথ কারাতে!
১৩ মার্চ ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১৩ মার্চ ২০২৪, ১২:১০ এএম
কমনওয়েলথভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের খেলা। আগামী ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পৃষ্ঠপোষক সংকটে টুর্নামেন্ট আয়োজনে বিপাকে পড়েছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কর্মকর্তারা। আশা করা যাচ্ছে বিশ্বের প্রায় ৫০ দেশের ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। যাদের খাওয়া ও আবাসনের খরচ বাবদ প্রায় দেড় কোটি টাকার প্রয়োজন। তবে এই বিশাল অংকের অর্থ যোগানের জন্য এখনও পৃষ্ঠপোষক পায়নি আয়োজকরা। ফলে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েও দুর্ভাবনায় পড়েছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কর্তারা।
প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ইতোমধ্যে কমনওয়েলথভুক্ত ৪০টি দেশ নিবন্ধন করেছে। যে তালিকায় আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, ওয়েলস, ভারত, শ্রীলঙ্কা, স্বাগািতক বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার নাম। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে যে কোনো দেশের জাতীয় ও ক্লাব দল অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় নেশন্স ও ক্লাব চ্যাম্পিয়নশিপের দুই বিভাগে ৯টি ডিসিপ্লিনে খেলা হবে। ক্লাব চ্যাম্পিয়নশিপে ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১, সিনিয়র ও ভেটারার্ন এবং নেশন্স বিভাগে ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র বিভাগে খেলা হবে। কাতা ও কুমি- দুই কৌশলেই লড়বেন প্রায় দেড় হাজার কারাতেকা। বড় এই আসরকে সামনে রেখে ইতোমধ্যে ঢাকা সফর করে গেছেন কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সনি পিল্লাই। তবে এতবড় আসর আয়োজনের জন্য এখনও অর্থ যোগানের ব্যবস্থা করতে না পারায় বেশ চিন্তিত বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যা শৈ হ্লা। গতকাল তিনি বলেন, ‘কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে খেলতে বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার ক্রীড়াবিদ ঢাকায় আসবেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, কানাডা ও মালয়েশিয়া ছাড়াও অন্য যেসব দেশের ক্রীড়াবিদরা খেলতে আসবেন তাদের আবাসন ব্যবস্থা করতে হবে তারকা হোটেলে। শুধু আবাসনই নয়, তাদের আহার করাতে হবে তারকা হোটেলেই। এছাড়া যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করতে হবে। টুর্নামেন্ট উপলক্ষে দেশজুড়ে প্রচার-প্রচারণা চালাতে হবে। নানা প্রকার খরচা মিলে প্রায় দেড় কোটি টাকার মতো প্রয়োজন হবে আমাদের। এই বিশাল অংকের অর্থের সংকুলান কিভাবে হবে তা বড় চিন্তার বিষয়। তবে আমরা প্রত্যাশা করছি ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িযে দেবেন। অন্যথায় এতবড় টুর্নামেন্ট আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব নয়।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘরের মাঠে আর্সেনালের সহজ জয়
মাহমুদুল্লাহ-রিশাদ নৈপুণ্যে জিতে প্লে অফের বরিশালের এক পা
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী
মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
মাদারীপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
এক বছরে উখিয়া-টেকনাফে ১৯২ জন অপহরণ
‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ দেয়ালে লিখে হত্যার হুমকি