মেরিনারের কাছে হ্যাটট্রিক হার আবাহনীর!
০৮ এপ্রিল ২০২৪, ১২:২৫ এএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ১২:২৫ এএম
ঘরোয়া হকিতে ঢাকা মেরিনার ইয়াংসের কাছে হ্যাটট্রিক হারের স্বাদ পেল শিরোপা প্রত্যাশি ঢাকা আবাহনী লিমিটেড। মৌসুমসূচক টুর্নামেন্ট ক্লাব কাপের ফাইনালের পর সর্বোচ্চ আসর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ লিগের প্রথম পর্ব ও সুপার লিগ মিলিয়ে টানা তিন ম্যাচেই আবাহনীকে হারালো মেরিনার। গতকাল বিকালে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রিমিয়ার হকির সুপার লিগে মেরিনার ২-১ গোলে হারায় আবাহনীকে। বিজয়ী দলের হয়ে সোহানুর রহমান সবুজ ও অধিনায়ক ফজলে হোসেন রাব্বি একটি করে গোল করেন। আবাহনীর পক্ষে একমাত্র গোলটি শোধ দেন ভারতীয় খেলোয়াড় শিশে গাওয়াদ।
চলতি মৌসুমের শুরুতেই ক্লাব কাপের ফাইনালে আবাহনী ২-০ গোলে হেরেছিল মেরিনারের বিপক্ষে। এরপর প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ২-১ গোলে জিতে সুপার লিগেও আবাহনীকে হারালো মেরিনার। এই হারে লিগ শিরোপা জয় অনেকটা কঠিন হয়ে গেল আবাহনীর। অন্যদিকে সুপার সিক্সে টানা দুই ম্যাচ জিতে লিগ জমিয়ে তুললো মেরিনার ইয়াংস।
কাল সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনীর বিপক্ষে শুরু থেকেই আক্রণাত্মক খেলা উপহার দেয় মেরিনার। ফলে প্রথমে গোলও পায় তারাই। ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেরিনারের পোস্টারবয় সোহানুর রহমান সবুজ (১-০)। ধারাবাহিক আক্রমণে থেকে ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বর্তমান চ্যাম্পিয়নরা। এসময় পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন অধিনায়ক ফজলে হোসেন রাব্বি (২-০)। অবশ্য এর ৭ মিনিট পর ব্যবধান কমায় আবাহনী। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা। ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে আবাহনীর পক্ষে একমাত্র গোলটি করেন ভারতীয় শিশে গাওয়াদ (২-১)। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় হ্যাটট্রিক হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় আবাহনীকে।
ম্যাচ শেষে বিমর্ষ আবাহনীর ভারতীয় কোচ সিদ্ধার্থ ময়ূর পান্ডে দলের এমন হারের নেপথ্যে গোল মিসকেই দায়ী করলেন। তার কথায়, ‘আমরা ভালো কিছু সুযোগ কাজে লাগাতে পারিনি। সহজ সুযোগ নষ্ট করলে গুরুত্বপূর্ণ ম্যাচ জেতা যায় না। এমন ম্যাচে হারের জন্য খেলোয়াড়েরা শুধু নিজেদেরই দায়ী করতে পারে।’
এই জয়ে লিগ শিরোপার লড়াইয়ে দারুণভাবে ফিরল মেরিনার ইয়াংস। ১২ ম্যাচ শেষে এখন তাদের পয়েন্ট আবাহনীর সমান ২৮। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
এদিকে একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে পিছিয়ে থেকেও অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারায় ঊষা ক্রীড়া চক্র। বিজয়ী দলের ভারতীয় রিক্রট ইশরাত ইকতিদার জোড়া গোল করেন। অ্যাজাক্সের পক্ষে একমাত্র গোলটি করেন ভারতের জাসম্যান মান্ডা। এই জয়ে ১২ ম্যাচে আবাহনী ও মেরিনারের সমান ২৮ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইয়ে টিকে রইল ঊষা। ম্যাচের প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় অ্যাজাক্স। ১২ মিনিটে জাসম্যান মান্ডার ফিল্ড গোল করে অ্যাজাক্সকে এগিয়ে নেন (১-০)। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে লড়ে ঊষা। তবে চতুর্থ ও শেষ কোয়ার্টার পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় তাদের। ম্যাচের ৪৬ মিনিটে ইকতিদারের ফিল্ড গোলে সমতায় ফেরে ঊষা (১-১)। আক্রমণের ধারায় থেকে ৫৯ মিনিটে ইকতিদার ঊষার পক্ষে জয়সূচক গোলটি করেন (২-১)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পাকিস্তানে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা স্থগিত
সাবেক ২৪ এমপি’র গাড়ি নিলামে উঠছে রোববার
মিরপুরের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া
অ্যালাউন্স ছাড়া কোনো ভাতা পাবেন না রেলকর্মীরা
ড. ইউনূসের পরিবার সম্পর্কে ইন্ডিয়া ডটকম-এর প্রতিবেদন মিথ্যা : প্রধান উপদেষ্টার প্রেস উইং
ছাত্রদল নেতা মিথুন রিমান্ডে, ছয় সমর্থক কারাগারে
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিংয়ে ই-পাসপোর্ট সেবা চালু
বিএনপির ‘কথার টোন আ.লীগের সাথে মিলে যাচ্ছে’
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত
বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থন আল গোরের
২০২৪ সালে জলবায়ু সঙ্কটে দেশের সোয়া ৩ কোটি শিশুর শিক্ষা ব্যাহত
মাদারীপুরে মানবপাচারকারীকে গণপিটুনির ভিডিও ভাইরাল
জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা : কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
মোরেলগঞ্জে পল্লী বিদ্যুৎতের মিটার সংকট মিলছে না সংযোগ : গ্রাহকদের ভোগান্তি
রাউজানে জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বাজারে পলিথিন কেন সেটা না ভেবে ভাবুন কেন ব্যবহার করছেন : পরিবেশ উপদেষ্টা
আড়াইহাজারে পুলিশ কনস্টেবলকে আটক করলো জনতা
টিকটকারদের যন্ত্রণায় বিব্রত মেট্রোরেল যাত্রীরা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২
পেঁয়াজ চাষিদের মাথায় হাত