ঢাকা   সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১
হতাশ করলেন সাঁতারু সোনিয়াও

হিটে বিদায় নিয়ে বিস্ফোরক ইমরানুর

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৪ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম

চোটের কারণে আগেই প্যারিস অলিম্পিকে খেলতে অপারগতা প্রকাশ করেছিলেন বাংলাদেশের লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। কিন্তু অনেকটা জোর করেই তাকে প্যারিসে পাঠানো হলো। ফলে যা হওয়ার তাই হয়েছে। অলিম্পিকের অ্যাথলেটিক্সে চরম হতাশাজনক পারফরম্যান্স করে জাতিকে লজ্জায় ডোবালেন ইমরানুর। গতকাল প্যারিসের স্তাদে দ্য ফ্রান্স ভেন্যুতে পুরুষ ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি রাউন্ডের হিটেই বাদ পড়েন ইমরানুর! এই হিটে ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে ৮ জনের মধ্যে ষষ্ঠস্থান পেয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব। সব মিলিয়ে প্রিলিমিনারি রাউন্ডের হিটে ৪৫ জনের মধ্যে ২৫তম হন ইমরানুর। ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি রাউন্ডে ছয় হিটের প্রথম দুই জন ও বাকিদের মধ্যে শীর্ষ চার জন প্রথম রাউন্ডে খেলবেন। এই হিট থেকে প্রথম রাউন্ডে ওঠা পানামার অ্যাথলেটের টাইমিং ১০.৩৪ ও সিশেলসের অ্যাথলেটের টাইমিং ১০.৫১। প্রিলিমিনারি হিট থেকে পরের রাউন্ডে খেলার সুযোগ পাওয়া ১৬ নম্বর অ্যাথলেটের টাইমিং ১০.৫৪। প্রিলিমিনারি হিটে ছিলেন মালদ্বীপের অ্যাথলেট ইবাদুল্লাহ। নিজের হিটে তিনি সময় নেন বাংলাদেশের ইমরানুর রহমানের চেয়ে কম (১০.৫৫)। সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনাও উঁকি দেয়নি প্যারিসে ইমরানুরের পারফরম্যান্সে। তার নিজের সেরা টাইমিং ছিল ১০.১১ সেকেন্ড। অথচ অলিম্পিকে করলেন বাজে পারফরম্যান্স। এমন টাইমিংয়ের পর হয়তো ইমরানকে নিয়ে মোহ ভাঙ্গবেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের বর্তমান কমিটির দায়িত্বশীলদের।

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানকে নিয়ে পদকের স্বপ্ন কেউ দেখেননি। তবে সবার প্রত্যাশা ছিল প্যারিসে অন্তত হিটের প্রিলিমিনারি রাউন্ড টপকিয়ে প্রথম রাউন্ডে উঠবেন তিনি। অথচ সে আশায় গুঁড়েবালি। প্রিলিমিনারি হিট থেকেই ইমরানুর বিদায় নিলেন বাজেভাবে। যদিও বাছাইয়ের খেলা শেষে তিনি অলিম্পিক কাভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের দিলেন বিস্ফোরক তথ্য। প্যারিস থেকে বিশ্বস্ত সুত্র জানায়, নিজের ইভেন্ট শেষে মিক্সড জোনে এসে ৩১ বছর বয়সী ইমরানুর বাংলাদেশি সাংবাদিকদের জানান, তিনি নাকি চোট নিয়েই কাল দৌড়েছেন। শুধু তাই নয়, চোটের কারণে আগেই নাকি অলিম্পিক গেমসে খেলতে অপারগতা প্রকাশ করেছিলেন এই প্রবাসী অ্যাথলেট। কিন্তু বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তারা তার কথায় কর্ণপাত করেননি। ইমরানুর আরো জানান, গত মার্চে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে খেলে চোট পেয়েছিলেন তিনি। এপ্রিলে অনুশীলন করতে গেলে তলপেটের পেশি ছিড়ে যায় তার। তখনই লন্ডনে বসে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনকে অলিম্পিকে না খেলার কথা জানিয়েছিলেন। কিন্তু ঢাকা থেকে তাকে বলা হয় খেলার জন্য। এরপর থেকে ইমরানুর ছিলেন রিহ্যাবে।

গত তিন সপ্তাহ ধরে অনুশীলন করে কাল ট্র্যাকে খুব খারাপ টাইমিং করেছেন। দৌড় শেষ করে মিক্সড জোনে দাঁড়িয়ে ইমরানুর স্বদেশি সাংবাদিকের বলেন, ‘আমি তো আগেই খেলতে চাইনি। ব্রিটিশ কোচ স্টিফেন হাওয়ার্ডও আগেই আমাকে খেলতে না করেছিলেন। আজ (গতকাল) যে টাইমিং করেছি তা আগে কখনও করেছি কিনা মনে করতে পারছি না। বাজে টাইমিং করে খুব খারাপ লাগছে।’ তবে এই বিষয়ে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু মাঠের বাইরে এসে সবকিছু অস্বীকার করে বলেন, ‘ও (ইমরানুর) আমাদের আগে কিছুই জানায়নি যে ওর যে চোট রয়েছে। তা না হলে আমরা কেন ওকে খেলাবো। আমাদের তো অ্যাথলেটের অভাব নেই। এ বিষয়ে আমরা কিছুই জানি না।’ বিষয়টি মন্টু অস্বীকার করলেও ইমরানুরের সঙ্গে যোগাযোগ তারই বেশি। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সব সময়ই লন্ডন প্রবাসী এই অ্যাথলেটকে নিয়ে গণমাধ্যমকে স্বপ্ন দেখাতেন।

এদিকে ইমরানুর রহমানের ব্যর্থতার দিন চরম ব্যর্থ হয়েছেন বাংলাদেশের নারী সাঁতারু সোনিয়া খাতুন। কাল লা দ্য ফ্রান্সের পুলে মেয়েদের সাঁতারের ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে সোনিয়া ৩০.৫২ সেকেন্ড সময় নিয়ে বিদায় নিয়েছেন। নিজের হিটে তিনি হন ষষ্ঠ। প্যারিসে এই ইভেন্টে সোনিয়া নিজের সেরা টাইমিংও (৩০.১১ সেকেন্ড) করতে পারেননি। সাঁতার শেষ করে তিনি বলেন,‘চেষ্টা করেছিলাম আরো একটু ভালো করার। অলিম্পিকের অভিজ্ঞতা ক্যারিয়ারের বাকি সময় কাজে লাগবে।’ বাংলাদেশের সাঁতারুরা ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে খেলে থাকেন। তাই পদক নয়, টাইমিংয়ের উন্নয়ন করাই তাদের লক্ষ্য। তবে সেই লক্ষ্য পূরণ হয়নি সোনিয়ার। অলিম্পিক থেকে আগেই বিদায় নিয়েছেন বাংলাদেশের তিন ক্রীড়াবিদ শুটার রবিউল ইসলাম, সাঁতারু সামিউল ইসলাম রাফি ও আরচ্যার মো. সাগর ইসলাম। কাল ইমরানুর ও সোনিয়া বিদায় নেয়ায় শেষ হলো বাংলাদেশ দলের আরেকটি ব্যর্থ অলিম্পিক মিশন!


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নাটকীয় প্রত্যাবর্তনে দারুণ জয়ের পথে শ্রীলঙ্কা

নাটকীয় প্রত্যাবর্তনে দারুণ জয়ের পথে শ্রীলঙ্কা

রাঙ্গুনিয়ায় যুবদল নেতার বাড়িতে হামলা লুটপাট

রাঙ্গুনিয়ায় যুবদল নেতার বাড়িতে হামলা লুটপাট

হরিরামপুরে ৫ হাজার শতক ফসলি জমি পদ্মায় বিলীন

হরিরামপুরে ৫ হাজার শতক ফসলি জমি পদ্মায় বিলীন

সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ করাতকল পাচার হচ্ছে বনের কাঠ

সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ করাতকল পাচার হচ্ছে বনের কাঠ

রাউজানে ঈদে মিলাদুন্নবী মাহফিল

রাউজানে ঈদে মিলাদুন্নবী মাহফিল

পবিপ্রবিতে নিপীড়নবিরোধী কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

পবিপ্রবিতে নিপীড়নবিরোধী কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

ধামরাইয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে খামারিদের মানববন্ধন

ধামরাইয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে খামারিদের মানববন্ধন

দৌলতপুরে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার

দৌলতপুরে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার

ঘাটাইল ও ফরিদগঞ্জ থেকে ৩ লাশ উদ্ধার

ঘাটাইল ও ফরিদগঞ্জ থেকে ৩ লাশ উদ্ধার

দাউদকান্দিতে যুবককে কুপিয়ে হত্যা

দাউদকান্দিতে যুবককে কুপিয়ে হত্যা

বন্দরে আ.লীগ-জাপার ১৯৬ জনের বিরুদ্ধে মামলা

বন্দরে আ.লীগ-জাপার ১৯৬ জনের বিরুদ্ধে মামলা

কলাপাড়ায় প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

কলাপাড়ায় প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

ফরিদগঞ্জে বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ফরিদগঞ্জে বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

কুমিল্লায় ১৪৪৮ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

কুমিল্লায় ১৪৪৮ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

সামান্য বৃষ্টি হলে জমে যায় পানি

সামান্য বৃষ্টি হলে জমে যায় পানি

ছাত্র-জনতার আন্দোলন ও আবাবিল কাহিনী

ছাত্র-জনতার আন্দোলন ও আবাবিল কাহিনী

ইসলামী দলগুলো কি ঐক্যবদ্ধ হতে পারবে?

ইসলামী দলগুলো কি ঐক্যবদ্ধ হতে পারবে?

সৈয়দপুরে আবারও আওয়ামী লীগের ৩০০ নেতা কর্মীর নামে মামলা

সৈয়দপুরে আবারও আওয়ামী লীগের ৩০০ নেতা কর্মীর নামে মামলা

চাকরির বয়সসীমা বাড়ানোর আন্দোলনে জিরো টলারেন্স দেখাতে হবে

চাকরির বয়সসীমা বাড়ানোর আন্দোলনে জিরো টলারেন্স দেখাতে হবে

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ