কনকাশনে ছাব্বিসেই অবসর!

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

৩০ আগস্ট ২০২৪, ১২:৪০ এএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৪, ১২:৪০ এএম

২৭ বছর পূর্ণ করবেন আগামী ফেব্রুয়ারিতে। তবে এর আগেই অবসরে যেতে বাধ্য হচ্ছেন উইল পুকোভস্কি। ‘কনকাশন’ বা মাথায় আঘাতজনিত জটিলতায় ভুগে আলোচিত অস্ট্রেলিয়ান ওপেনারের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম চ্যানেল নাইন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, তিন মাস আগেই একটি স্বতন্ত্র মেডিকেল বিশেষজ্ঞ প্যানেল পুকোভস্কিকে অবসরের পরামর্শ দেয়। এখন রাজ্য দল ক্রিকেট ভিক্টোরিয়ার সঙ্গে চুক্তির ব্যাপারগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে, এরপরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তবে ২৬ বছর বয়সী পুকোভস্কির পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের এখানেই শেষ।
পুকোভস্কির সতীর্থরা যখন প্রাক-মৌসুম অনুশীলনে ব্যস্ত, তখন পুকোভস্কি ছিলেন দেশের বাইরে। চ্যানেল নাইনের প্রতিবেদন অনুযায়ী, পুকোভস্কির এমন অবসরের খবরে তার সতীর্থরা বিস্মিত হননি। কাছাকাছি যাঁরা ছিলেন, তাঁদের কাছে একরকম ভবিতব্যই ছিল যেন এটি। তবে ক্রিকেটে এ ঘটনা স্মরণীয় হয়েই থাকার কথা। ২০১৯ সালে সিডনিতে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেছিলেন পুকোভস্কি। অভিষেকেই প্রথম ইনিংসে ফিফটি পেয়েছিলেন, পরের ইনিংসে করেছিলেন ১০ রান। তবে সে টেস্টে কাঁধে চোট পান, শেষ পর্যন্ত যাতে অস্ত্রোপচার লাগে। পুকোভস্কি ছিটকে যান ছয় মাসের জন্য।
কিন্তু পুকোভস্কির ক্যারিয়ারে ওই কাঁধের চোট আসলে তেমন কোনো সমস্যাই নয়। তাঁকে যে ভুগতে হয়েছে একের পর এক কনকাশনে। যে সমস্যা নিয়ে মনস্তাত্ত্বিক থেকে টেকনিক্যাল—সব রকম আলোচনাই হয়েছে। জুনিয়র পর্যায় থেকে এখন পর্যন্ত কতবার কনকাশন হয়েছে, তা নিয়ে একটু বিতর্ক আছে। তবে ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সংখ্যাটা ১৩-এর কম নয়। সর্বশেষ গত মার্চে শেফিল্ড শিল্ডের ম্যাচে রাইলি মেরিডিথের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে ছিটকে যান পুকোভস্কি। পেশাদার ক্যারিয়ারে তার এটিই শেষ ম্যাচ হয়ে থাকছে।
সর্বশেষ ওই কনকাশনের পর পুকোভস্কি বাধ্য হন এবারের ইংলিশ গ্রীষ্মে লেস্টারশায়ারের হয়ে চুক্তি থেকে সরে আসতে। প্রাথমিকভাবে ক্রিকেট ভিক্টোরিয়া তাদের চুক্তির প্রস্তাব দিয়েছিল পুকোভস্কিকে, তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শে সেটি স্থগিত রাখা হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া, ক্রিকেট ভিক্টোরিয়ার প্রতিনিধি ও স্বতন্ত্র মেডিকেল বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি এরপর পর্যালোচনা করে পুকোভস্কির পরিস্থিতি। সে কমিটির পরামর্শেই এবার অবসরে যেতে বাধ্য হচ্ছেন পুকোভস্কি। যাঁকে একসময় ভাবা হতো অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে। ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৭টি সেঞ্চুরিসহ ২ হাজারের বেশি রান করা পুকোভস্কি অস্ট্রেলিয়ার পরবর্তী ওপেনার হতে যাচ্ছেন, বেশ কিছুদিন ধরেই ভাবা হচ্ছিল এমন। তবে বাদ সাধে মূলত ওই কনকাশনের সমস্যা।
সেটি একসময় প্রভাব ফেলে পুকোভস্কির মানসিক স্বাস্থ্যের ওপরও। এ বছরই এক পডকাস্টে তিনি বলেছিলেন, ‘মানসিক স্বাস্থ্যের ব্যাপারটি এমনকি কনকাশনের চেয়েও বড় ব্যাপার আমার কাছে। দীর্ঘ মেয়াদে শারীরিক দিক দিয়ে কোনো কিছুর ভয় পাই না আমি, তবে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটিই বেশি কঠিন।’ একজন খেলোয়াড়, বিশেষ করে ব্যাটসম্যানের বারবার এমন কনকাশনে পড়া স্বাভাবিকভাবেই তার টেকনিক নিয়েও প্রশ্ন তুলে দেয়। এ বছরই এক কলামে সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক ইয়ান চ্যাপেল যেমন লিখেছিলেন, ‘যে প্রক্রিয়ায় সে এগিয়েছে, সেটি আসলে বাজে টেকনিককেই তুলে ধরে।’
তবে সে টেকনিক মূলত শর্ট বলের ক্ষেত্রেই। তা বাদ দিলে অস্ট্রেলিয়ান ক্রিকেটে পুকোভস্কি হতে পারতেন বড় নাম। এরই মধ্যে টেস্ট থেকে অবসরে চলে যাওয়া ডেভিড ওয়ার্নারের জায়গা পূরণে অস্ট্রেলিয়া ওপেনিংয়ে তুলে এনেছে স্টিভেন স্মিথের মতো খেলোয়াড়কে। আরেক ওপেনার উসমান খাজাও আছেন ক্যারিয়ারের শেষ পর্যায়ে। চ্যাপেল যেমন বলেছিলেন, ‘পরিস্থিতি যথেষ্ট ঘোলাটে। তবে শিল্ড (শেফিল্ড শিল্ড) প্রতিযোগিতায় মেধাবী ওপেনারের সংকট আছে। সুস্থ পুকোভস্কি হতে পারে আদর্শ একজন। অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ সাফল্যে পুকোভস্কির উপস্থিতি গুরুত্বপূর্ণ একটা দিক হতে পারে। তবে এখন মূল ব্যাপারটি হচ্ছে পুকোভস্কি যাতে সুস্থ হয়ে উঠতে পারে, সেটি নিশ্চিত করা।’
তবে দুঃখজনক হলেও সত্যি, সেই সুস্থ পুকোভস্কিকে ক্রিকেটে আর দেখা যাবে না।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বন্দরের অন্ধকার কেটে যাবে, দ্রুত আলো ফিরবে- এইচ এম শফিকুজ্জামান

বন্দরের অন্ধকার কেটে যাবে, দ্রুত আলো ফিরবে- এইচ এম শফিকুজ্জামান

নিষিদ্ধ পল্লীতে কেমন অভিজ্ঞতা ছিল অভিনেত্রী রুনা খানের

নিষিদ্ধ পল্লীতে কেমন অভিজ্ঞতা ছিল অভিনেত্রী রুনা খানের

ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে গতিশীল করতে হবে-  উপদেষ্টা শারমীন

ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে গতিশীল করতে হবে- উপদেষ্টা শারমীন

এইচএমপিভি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা

এইচএমপিভি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা

পাংশায় মিথ্যা মামলার প্রতিবাদে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

পাংশায় মিথ্যা মামলার প্রতিবাদে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

শফিক রেহমান-রহমান মুরুব্বী এক্সপোজড

শফিক রেহমান-রহমান মুরুব্বী এক্সপোজড

রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

মেহেরপুর জেলা বিএনপির নেতাদের বাগোয়ান বাসীর সংবর্ধনা

মেহেরপুর জেলা বিএনপির নেতাদের বাগোয়ান বাসীর সংবর্ধনা

জনগণের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন

জনগণের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন

কৃষির সাথে যেমন কৃষকের সম্পর্ক তেমনি দেশের জনগনের সাথে বিএনপির সম্পর্ক :  শামীম তালুকদার

কৃষির সাথে যেমন কৃষকের সম্পর্ক তেমনি দেশের জনগনের সাথে বিএনপির সম্পর্ক : শামীম তালুকদার

৪২ চার ও ১৬ ছক্কায় অপরাজিত ৩৪৬!

৪২ চার ও ১৬ ছক্কায় অপরাজিত ৩৪৬!

কুমারখালীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

কুমারখালীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

দেশের ৬০ ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত থাকলেও কৃষকের স্বার্থে কোনো সংগঠন গড়ে ওঠেনি'

দেশের ৬০ ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত থাকলেও কৃষকের স্বার্থে কোনো সংগঠন গড়ে ওঠেনি'

নিজের বিয়ে নিয়ে কি বললেন পড়শী

নিজের বিয়ে নিয়ে কি বললেন পড়শী

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী  গ্রেফতার

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো

৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো

৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো

ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান

ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান

মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

কসাই থেকে নদীখেকো জাফর

কসাই থেকে নদীখেকো জাফর