স্বর্ণকন্যা রোকেয়ার আদর্শ সীমান্ত
০৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
দেশসেরা নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ২০১৬ গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসে প্রথম স্বর্ণপদক জিতে সবার নজর কাড়েন। সীমান্ত যখন স্বর্ণকন্যার খেতাব জেতেন তখন দিনাজপুরের মেয়ে হালের প্রতিভাবান ভারোত্তোলক রোকেয়া পারভীন ছিলেন বেশ ছোট। তবে ২০১৯ নেপাল এসএ গেমসে সীমান্তর ব্যাক টু ব্যাক স্বর্ণপদক জয়ের সময় রোকেয়া স্কুলের গ-ি পেরুনোর অপেক্ষায় ছিলেন। ফলে এসএ গেমসে সীমান্তর দ্বিতীয় সাফল্য তার ভালোভাবেই মনে আছে। ওই সময়ই মাবিয়া আক্তার সীমান্তকে আদর্শ মেনেই ভারোত্তোলনে আসেন রোকেয়া। ২০১৯ থেকে ২০২৪- মাত্র পাঁচ বছরের ব্যবধানে নিজের প্রতিভার প্রমাণ দিলেন দিনাজপুরের এই ভারোত্তোলক। গতকাল ঢাকা ভারোত্তোলন জিমন্যাশিয়ামে জাতীয় সিনিয়র ক্লাব ভারোত্তোলনের শেষ দিনে ৫৫ কেজি ওজন শ্রেণীতে তিনটি রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন রোকেয়া। ¯œ্যাচে ৬০ এবং ক্লিন অ্যান্ড জার্কে ৭২ কেজি ভার তুলে রেকর্ড গড়েন তিনি। দু’টি ওজন মিলিয়ে ১৩২ কেজি তুলে তৃতীয় রেকর্ডটি গড়েন দিনাজপুরের এই প্রতিভাবান নারী ভারোত্তোলক।
দিনাজপুর সদরে পরিবারের সঙ্গেই থাকেন রোকেয়া পারভীন। পরিবারে বাবা, মা এবং দুই বোন ও এক ভাই। বাবা দিনাজপুরের একটি মাদ্রাসার কেরানী। এই চাকরি করেই তিনি ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। বিয়ে করে বড় বোন এখন ঘরণী। ছোট ভাই বাংলাদেশ পুলিশে চাকরি করেন। আর রোকেয়া দিনাজপুর সরকারী মহিলা কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী। ২০১৯ সালে নেপাল এসএ গেমসে মাবিয়ার দ্বিতীয় স্বর্ণজয়ের পরেই ভার তোলা শুরু তার। দিনাজপুর মডার্ন বডিবিল্ডিং ক্লাবের কোচ শাহিন পারভেজের কাছেই হাতেখড়ি রোকেয়ার। জুনিয়র আসরের চৌকাঠ মারিয়ে এখন সিনিয়র পর্যায়ে খেলছেন তিনি। জুনিয়রে সাতটি পদক জিতেছেন। যার মধ্যে দুইটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও দু’টি ব্রোঞ্জপদক। এবছরই সিনিয়র প্রতিযোগিতায় অংশ নেওয়া শুরু করলেও ক্লাব পর্যায়ে সিনিয়র বিভাগে খেলছেন আরও দুই বছর আগে থেকে। সিনিয়র চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ব্রোঞ্জপদক ছিল তার সেরা অর্জন। তবে ২০২২ ও ২০২৪ দুই বছরে অনুষ্ঠিত ক্লাব চ্যাম্পিয়নশিপে দু’টি স্বর্ণপদক জিতেছেন রোকেয়া।
ভারোত্তোলনে দলগত খেলায় কোনো পরিচিতি নেই। তাই স্বর্ণকন্যা সীমান্তকে আদর্শ মেনে ব্যক্তিগত খেলাকেই বেছে নেন দিনাজপুরের এই ভারোত্তোলক। এ প্রসঙ্গে রোকেয়া বলেন,‘অনেক খেলায় অনেকেই পরিচিত। তবে আমি ব্যক্তিগতভাবে ভারোত্তোলনকে বেছে নিয়েছি। এই খেলায় ব্যক্তিগত পারফরম্যান্সের আলোয় উদ্ভাসিত হওয়া যায়। বিদেশে গেলে আমি যা খেলব ব্যক্তিগতভাবে সেই ফলই পাব।’ মাবিয়া আক্তার সীমান্ত সম্পর্কে তিনি বলেন ‘মিডিয়াতে মাবিয়া আপুর স্বর্ণজয়ের খবর দেশে এবং শুনেই আমি ভারোত্তোলনে খেলা শুরু করি। তখন শুনেছিলাম, বাংলাদেশের একটি মেয়ে আছে যে আন্তর্জাতিক গেমসে পদক জিতেছে। উনাকে দেখেই উঠে আসা আমার। মাবিয়া আপা পারলে আমি কেন পারব না।’ ভবিষ্যত লক্ষ্য নিয়ে রোকেয়া বলেন, ‘ভবিষ্যতে লক্ষ্য মাবিয়া আপু যেমন বিদেশে ভাল করেছেন, আমিও তেমন করতে চাই। বিশ^সেরা গেমস অলিম্পিকে খেলতে চাই।’
দু’দিনব্যাপী প্রতিযোগিতার পুরুষ বিভাগে চারটি স্বর্ণ এবং একটি করে রৌপ্য ও ব্রোঞ্জপদক জিতে চ্যাম্পিয়ন হয় বাগেরহাটের সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্র। সাতশৈয়ার ৬১ কেজিতে জীবনচন্দ্র রায়, ৬৭ কেজিতে মাকসুদুর রহমান, ৭৩ কেজিতে মাশরাফি ও ৮৯ কেজিতে আবদুল্লাহ আল মাসুক স্বর্ণপদক জেতেন। এছাড়া ৬৭ কেজিতে মোল্লা আবির হোসেন রুপা ও ৭৩ কেজিতে সৈয়দ মনির হোসেন ব্রোঞ্জপদক জয় করেন। সাতশৈয়ার প্রতিষ্ঠাতা কোচ আনিসুর রহমান বলেন, ‘আমাদের ক্লাব ফি বছর সেরার খেতাব অর্জন করে। এবারও তার ব্যত্যয় হয়নি। আগামীতে আমরা আন্তর্জাতিক পর্যায়ের ভারোত্তোলক তৈরীতে বদ্ধপরিকর।’
অন্যদিকে নারী বিভাগে দুটি স্বর্ণ ও তিনটি রুপা জিতে সেরা হয় টঙ্গীর বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ভারোত্তোলন ক্লাব সেরা হয়েছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বন্দরের অন্ধকার কেটে যাবে, দ্রুত আলো ফিরবে- এইচ এম শফিকুজ্জামান
নিষিদ্ধ পল্লীতে কেমন অভিজ্ঞতা ছিল অভিনেত্রী রুনা খানের
ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে গতিশীল করতে হবে- উপদেষ্টা শারমীন
এইচএমপিভি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা
পাংশায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
শফিক রেহমান-রহমান মুরুব্বী এক্সপোজড
রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
মেহেরপুর জেলা বিএনপির নেতাদের বাগোয়ান বাসীর সংবর্ধনা
জনগণের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন
কৃষির সাথে যেমন কৃষকের সম্পর্ক তেমনি দেশের জনগনের সাথে বিএনপির সম্পর্ক : শামীম তালুকদার
৪২ চার ও ১৬ ছক্কায় অপরাজিত ৩৪৬!
কুমারখালীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
দেশের ৬০ ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত থাকলেও কৃষকের স্বার্থে কোনো সংগঠন গড়ে ওঠেনি'
নিজের বিয়ে নিয়ে কি বললেন পড়শী
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো
৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো
ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর