অ্যাডহকের যাতাকলে পড়ছে শরীরগঠন ফেডারেশন
বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন প্রতিষ্ঠার পর থেকে কয়েক মাস আগে পর্যন্ত ছিল আলোচনার বাইরে। তবে গত বছরের ডিসেম্বরে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া শরীরগঠনবিদ জাহিদ হাসান শুভর পুরস্কারে ‘লাথি’ কান্ড দেশজুড়ে বেশ আলোড়ন সৃষ্টির পর আলোচনায় আসে শরীরগঠন ফেডারেশন। এই ফেডারেশনের কার্যনিবার্হী কমিটির চার বছরের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। এবার অ্যাডহক কমিটির যাতাকলে পড়ওেছ তারা। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এই ফেডারেশনে অ্যাডহক...