মানের ঘুষিতে রক্তাক্ত সানে!
সময়টা ভালো যাচ্ছে না বায়ার্ন মিউনিখের। এইতো দুদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মাঠে বায়ার্ন ৩-০ গোলে পরাজিত হয়। সেই ম্যাচেই মাঠের ভেতর কিছু একটা নিয়ে তর্ক করতে দেখা যায় বায়ার্নের দুই ফরোয়ার্ড সাদিও মানে ও লেরয় সানেকে। ব্যাপারটি সেখানেই শেষ হতে পারত, কিন্তু সেই রেশ ম্যাচ শেষে ড্রেসিং রুম পর্যন্ত গড়ায়। বায়ার্ন ড্রেসিং রুমে এই দুই...