নিউজিল্যান্ডকে হারিয়ে তিনে শ্রীলঙ্কা
বলা হচ্ছিল, এজাজ প্যাটেল কিছুটা সঙ্গ দিতে পারলে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন রাচিন রাভিন্দ্র। কিন্তু সেই রাচিনই আউট হলেন শুরুতেই। নিউজিল্যান্ডের সবশেষ এই প্রতিরোধ দেয়াল ভেঙে গল টেস্টে জিতে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
গল টেস্টের শেষ দিনে সোমবার জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ৬৮ রান, শ্রীলঙ্কার ২ উইকেট। ম্যাচ শেস করতে স্বাগতিকরা সময় নিয়েছে মাত্র ১৫ মিনিট। এদিন কেবল ৪...