বেনজেমার রিয়াল অধ্যায়ের ইতি
রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গ্যালাকটিকোর বড় তারকা মেসুত ওজিল, ক্রিস্টিয়ানো রোনালদো, মার্সেলো, গ্যারেথ বেলরা বহু আগেই একে একে ছেড়েছেন ক্লাবটি। কেউ-কেউ নিয়েছেন অবসর। তবে সেই নক্ষত্রপুঞ্জের একজন রয়ে গিয়েছিলেন রিয়ালে। হ্যাঁ অতীত ব্যবহার করেই বাক্য গড়তে হচ্ছে। কারন ১৪ বছরের সম্পর্ক ছেঁদ করে রিয়াল ছাড়ার ঘোষণা দিয়েছেন করিম বেনজেমা। সাদা জার্সিতে তিনি জিতেছেন সম্ভাব্য সব ট্রফি। রোনালদোর পর রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ...