দ্বিতীয় রাউন্ড থেকেই আলকারাজের বিদায়
ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডেই হেরে গেছেন ফেভারিট হিসেবে খেলতে আসা তৃতীয় বাছাই কার্লোস আলকারাজ। স্পেনের টেনিস তারকা সরাসরি সেটে হারলেন নেদারল্যান্ডের বোটিক ফন ডি জ্যান্ডসচাল্পের কাছে।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে পুরুষদের সিঙ্গলসে বাংলাদেশ সময় শুক্রবার সকালে আলকারাজকে ৬-১, ৭-৫, ৬-৪ গেমে হারান র্যাঙ্কিংয়ের ৭৪ নম্বরে থাকা রোটিক।
প্রতিযোগিতায় অবাছাই হিসেবে খেলতে আসা অখ্যাত এক প্রতিপক্ষের বিপক্ষে হেরে গেলেন অলিম্পিকে রুপার পদক পাওয়া আলকারাজ।...