৫৮ বছর বয়সে অলিম্পিক স্বপ্ন পূরণ!
৫৮ বছর বয়সে অলিম্পিক গেমসে খেলার স্বপ্ন পূরণ করেছেন চিলির নারী টেবিল টেনিস খেলোয়াড় জেং জিইং। জন্মসূত্রে চীনের নাগরিক হলেও পরবর্তীতে চিলিতে গিয়ে ৩৫ বছর যাবত স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। প্যারিস অলিম্পিকে এবার চিলিকে প্রতিনিধিত্ব করেছেন জেং। প্রায় এক দশকেরও বেশী সময় ধরে তিনি টেবিল টেনিস ব্যাট হাতে নেননি। করোনাভাইরাস মহামারির সময় নতুন করে টেবিল টেনিসে ফিরে আসার স্বপ্ন...