চোটজর্জর বার্সাকে নিয়ে চিন্তিত ফ্লিক
নতুন কোচের অধীনে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে ফুটবল ক্লাব বার্সেলোনা। শুরুতেই কঠিন প্রতিকূলতার মুখোমুখি নতুন কোচ হ্যান্সি ফ্লিক। দলের বেশ কয়ৈকজন লড়ছেন চোটের বিরুদ্ধে। যা নিয়ে কিছুটা শঙ্কার কথা জানিয়েছেন জার্মান এই কোচ।
গত মৌসুমে ট্রফিশূন্য ছিল বার্সেলোনা। অনেক নাটকের পর বরখাস্ত করা হয় শাভি এর্নান্দেসকে। নতুন মৌসুমকে সামনে রেখে বার্সার দায়িত্ব পান সাবেক বায়ার্ন মিউনিখ কোচ ফ্লিক।
নতুন চ্যালেঞ্জ শুরুর...