আফ্রিকার বর্ষসেরা লুকমান
২০২৪ সালের আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড আদেমোলা লুকমান। গতকাল মরক্কোতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেয় আফ্রিকান ফুটবল কর্তৃপক্ষ। নারী বিভাগে সেরা হয়েছে জাম্বিয়ার বারব্রা বান্ডা।
সতীর্থ ভিক্টর ওশিমেনের কাছ থেকে লুকমান এবারের সেরার আসন ছিনিয়ে নিয়েছেন। ১৯৯৯ সালে নুয়ানকো কানুর পর প্রথম নাইজেরিয়ান হিসেবে গত বছর ওশিমেন সেরার মুকুট পেয়েছিলেন।
নাইজেরিয়া ও বর্তমানে সিরি-এ টেবিলের শীর্ষ...