আবারও ছিটকে গেলেন হেইজেলউড
ভারতের বিপক্ষে চলতি ব্রিসবেন টেস্টে ফিরেছিলেন চোট কাটিয়ে; কিন্তু ম্যাচটা শেষ করতে পারলেন না হেইজেলউড। আবারও চোট পেয়ে মাঠ ছেড়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার। ম্যাচের বাকি অংশে তো বটেই, বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুই ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
ব্রিসবেন টেস্টের চতুর্থ দিন রোববার এই চোট পান হেইজেলউড। মাঠ থেকেই তাকে স্ক্যানের জন্য নেওয়া হয় হাসপাতালে। পরীক্ষার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ...