শেষ আটের প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা
চলমান কোপা আমেরিকায় জ্যামাইকাকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ভেনেজুয়েলা। অন্য ম্যাচে মেক্সিকোকে বিদায় করে শেষ আট নিশ্চিত করেছে একুয়েদর। ‘বি‘ গ্রুপের ম্যাচ দুটি শেষ হওয়ার সাথে সাথে কোয়ার্টার ফাইনালে নিজেদের প্রতিপক্ষও পেয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালে মেক্সিকো-একুয়েদর ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র। একই সময়ে টেক্সাসের কিউ২ স্টেডিয়ামে জ্যামাইকাকে ৩-০...