রেকর্ড ব্যবধানের জয়ে ইংলিশেদের বিপক্ষে 'হিসাব চুকিয়ে' ফাইনালে ভারত
গত বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেই শিরোপা স্বপ্ন ভাঙে ভারতের।তাদের দেওয়া ১৬৯ রানের টার্গেট অ্যালেক্স হেলস ও জস বাটলারের অনবদ্য জুটিতে দশ উইকেট হাতে রেখেই জিতে ইংল্যান্ড। সেই হারের `হিসাব চুকানোর` দারুণ সুযোগ বৃহস্পতিবার রোহিত শর্মাদের সঙ্গে চলে এসেছিল। আরও বিশ্বকাপের সেমিফাইনালে প্রতিপক্ষ সেই ইংল্যান্ড। আর মধুর প্রতিশোধ নিতে কোন ভুল করেনি ভারত।ইংলিশদের উড়িয়ে নিয়ে দিয়েই কেটেছে ফাইনালের টিকেট।
গায়ানার প্রভিডেন্স...