মুজিবের বদলি জাজাই
এক ম্যাচ খেলেই শেষ হয়ে গেল মুজিব উর রহমানের বিশ্বকাপ। ডান হাতের তর্জনী মচকে যাওয়ায় চলতি আসরে আর নামতে পারবেন না আফগানিস্তানের অফ স্পিনার। তার বদলি হিসেবে ডাক পেলেন হাযরাতউল্লাহ জাজাই। আনুষ্ঠানিক বিবৃতিতে গতপরশু রাতেই এই পরিবর্তনের অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি। গত ৩ জুন উগান্ডার বিপক্ষে আফগানিস্তানের প্রথম ম্যাচ খেলেন মুজিব। সেদিন ১৬ রানে ১ উইকেট নেন...