ঘুরে দাঁড়িয়ে বার্সাকে হারিয়ে জিরোনার ইতিহাস
লা লিগায় অনন্ত আর কিছুটা সময় টিকে থাকতে এই ম্যাচে জিততেই হতো বার্সালোনার।জিরোনার মাঠে শুরুটাও হয়েছিল আশা জাগানিয়া। তবে দ্বিতীয়ার্ধে মাত্র নয় মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় জাভি হার্নান্দেজের দল।আর তাতে চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা হাতাছাড়া হল বার্সার।
নিজেদের মাঠে ঘুরে দাঁড়িয়ে বার্সালোনাকে ৪-২ ব্যবধানে হারিয়েছে জিরোনা।আন্দ্রেয়াস ক্রিস্টিনসেনের ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় বার্সা।পরের মিনিটে...