ভারতের হেক্সা, না অস্ট্রেলিয়ার প্রতিশোধ?
এইতো গত নভেম্বরে আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল রোহিত শর্মার ভারত। মাস তিনেকের মধ্যে ফের বিশ্বকাপের ফাইনালে সম্মুখসমরে ভারত-অস্ট্রেলিয়া। এবার লড়াইটা অবশ্য জুনিয়রদের। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। আজ বেননিতে বাংলাদেশ সময় বেলা ২টায় হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
চলতি যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারত হারিয়ে দেয় আয়োজক দক্ষিণ আফ্রিকাকে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে...